ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাঠে নামেনি বিএনপি

প্রকাশিত: ০৫:৫৬, ১২ অক্টোবর ২০১৭

রাজধানীতে মাঠে নামেনি বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচী পালন করতে বুধবার মাঠে নামেনি বিএনপি। রাজধানীর কোথাও দলের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচী পালন করতে দেখা যায়নি। তবে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন দেশব্যাপী তাদের কর্মসূচী পালন করতে পুলিশ বাধা দিয়েছে এবং নেতাকর্মীদের গ্রেফতার করেছে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এলাকাসহ রাজধানীর কোথাও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়নি। বিচ্ছিন্নভাবে কোন কোন জায়গায় নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলেও পুলিশের আগমনের সংবাদ পেয়ে দ্রুত সটকে পড়ে। পুলিশের হাতে গ্রেফতার এড়াতে কেউ ঝুঁকি নিতে চায়নি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী বলেন, সরকারের মদদে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচীতে বেপরোয়া হামলা, গুলি ও লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলাবাহিনী ও সন্ত্রাসীরা। গত দুদিনে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, নোয়াখালী, লক্ষ্মীপুর, গাইবান্ধা, বরিশাল, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ বিক্ষোভ মিছিলে নির্বিচারে হামলা করে। কোন কোন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলায় অংশ নেয় সন্ত্রাসীরাও। বিনা কারণে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে দলীয় নেতাকর্মীদেও গ্রেফতার করেছে পুলিশ। রিজভী বলেন, সরকার ক্ষমতার শেষপ্রান্তে এসে দিশেহারা হয়ে পড়েছে। চারদিকে বিদায়ের বাঁশি বাজতে শুরু করায় সরকার আরও বেশি উন্মত্ত হয়ে ওঠেছে। মানুষের সব অধিকার কেড়ে নিয়ে এখন সর্বোচ্চ আদালতকে কব্জায় নিতে চাচ্ছে। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিও আজ অনিরাপদ। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, সরকার বিরোধীদলগুলোকে নিশ্চিহ্ন করতে চায়। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিএনপির মিছিলে হামলা ও নেতাকর্মীদেও গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।
×