ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই মামলায় ২৩ আসামির বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৫:৫৭, ১১ অক্টোবর ২০১৭

দুই মামলায় ২৩ আসামির বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দেশজুড়ে আলোড়িত বগুড়ায় কিশোরীকে ভাল কলেজে ভর্তি করে দেয়ার প্রলোভনে ধর্ষণ এবং তাকে ও তার মাকে শারীরিক নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেয়ার দুইটি মামলার চার্জশীট দেয়া হয়েছে। ঘটনার প্রায় আড়াই মাস পর মঙ্গলবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ। ধর্ষণ ও ধর্ষণের সহায়তার মামলায় প্রধান অভিযুক্ত তুফান সরকার ও তার ক্যাডারসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়। ধর্ষিতা ও তার মাকে ন্যাড়া করে দেয়ার নির্যাতনের মামলায় তুফান সরকারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়। যাদের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে তারা হলো: তুফান সরকার, তার স্ত্রী আশা, শ্যালিকা ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকী, তার মা রুমী খাতুন, তুফানের ক্যাডার আতিক, দীপু, রূপম, মুন্না,ও তুফানের গাড়ির ড্রাইভার জিতু। অভিযুক্তের বাইরে সন্দেহভাজন গ্রেফতারকৃত ছিল রুমকীর বাবা জমিলুর রহমান রুনু ও নাপিত জীবন রবিদাস ও আঞ্জু আরা। তাদের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে। প্রসঙ্গত প্রথম মামলায় যে ১০ জনের বিরুদ্ধে চার্জশীট দয়া হয় দ্বিতীয় মামলায় ওই ১০ জনের সঙ্গে নতুন তিনজন যোগ হয়ে ১৩ জন হয়। এভাবে অভিযুক্তের সংখ্যা হয়েছে ২৩।
×