ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ১৭ লাখ টাকা ছিনতাই ॥ ব্যবসায়ী উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৬, ১০ অক্টোবর ২০১৭

নওগাঁয় ১৭ লাখ টাকা ছিনতাই ॥ ব্যবসায়ী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ অক্টোবর ॥ নওগাঁর ধামইরহাটে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ১৭ লাখ ৮ হাজার টাকাসহ এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। পরে টাকা ছিনিয়ে নিয়ে অপহৃত ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে ছিনতাইকারীরা। রাতে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। জানা গেছে, রবিবার বিকেলে ধামইরহাট উপজেলা সদরের ধান-চাল আড়তদার ব্যবসায়ী আসাদুজ্জামান রাশেদ ব্যবসার কাজের জন্য পতœীতলা উপজেলার নজিপুর ইসলামী ব্যাংক লিমিটেড শাখা থেকে ক্যাশ ক্রেডিট ঋণ (সিসি) থেকে এবং অগ্রণী ব্যাংক শাখা থেকে মোট ১৭ লাখ ৮ হাজার টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে ধামইরহাট ফিরছিল। বিকেল সাড়ে ৩টার দিকে পথে নজিপুর-ধামইরহাট সড়কের পতœীতলা উপজেলার মোবারকপুর নামকস্থানে রাস্তার বাঁকে আসামাত্র ডিবি পুলিশের পোশাক পরিহিত প্রায় ৮-১০ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মোটরসাইকেল থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট সদর থানার জামালগঞ্জ বাজারের সন্নিকটে একটি কলাবাগানে তাকে মারধর করে ফেলে রেখে টাকাগুলো নিয়ে অপহরণকারী ছিনতাইকারীরা পালিয়ে যায়। রাশেদ এলাকাবাসীর সহায়তায় মোবাইল ফোনের মাধ্যমে সে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর রাতে তাকে উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জয়পুরহাট সদর থানার বিল্লাহ নামকস্থানে পাওয়া যায়। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, ঘটনাটি পতœীতলা থানার মধ্যে সংঘটিত হয়েছে। সঙ্গত কারণে পতœীতলা থানায় আইনগত ব্যবস্থা নিতে হবে। রাশেদ ধামইরহাট পৌরসভার অন্তর্গত জয়জয়পুর গ্রামের শফিউদ্দিনের ছেলে। এদিকে পতœীতলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে অভিনব কায়দায় বেশ কয়েকটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
×