ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কঠোর অভিবাসন নীতিমালা

প্রকাশিত: ০৪:১৬, ১০ অক্টোবর ২০১৭

কঠোর অভিবাসন নীতিমালা

হোয়াইট হাউস রবিবার কংগ্রেসের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিমালার একটি তালিকা হস্তান্তর করেছে। এর ফলে ‘ড্রিমার্স’ নামে পরিচিত অনিবন্ধিত অল্প বয়সী অভিবাসীদের বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর কাজটি কংগ্রেসের জন্য আরও কঠিন হয়ে পড়ল। নিউইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ ড্রিমার্স রয়েছে। তারা শৈশবে বাবা-মায়ের সঙ্গে অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিল। কর্মকর্তারা বলছেন, ড্রিমার্সদের বিষয়ে কিছু করার আগে ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে চান। এ কাজে ১০ হাজার অভিবাসী দরকার হবে। আশ্রয়প্রার্থীদের জন্য নীতি আরও কঠোর করতে চায় ট্রাম্প প্রশাসন। অভিবসান প্রত্যাশীদের জন্য বিদ্যমান ফেডারেল সুযোগ-সুবিধা হ্রাস করতে চান ট্রাম্প। অবৈধ অভিবাসীরা যেন চাকরি পেতে না পারে, তারা যেন যৌথ পরিবারে থাকতে না পারে এবং মধ্য আমেরিকায় চলমান সংঘাত থেতে বাঁচতে হাজার হাজার শরণার্থী শিশুর যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠিন করে তোলার লক্স্যে ‘ই-ভেরিফিকেশনের’ প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। বর্তমানে চালু ব্যবস্থাপনায় গুয়াতেমালা, এল সালভাদর এবং হন্ডুরাস থেকে শিশু শরণার্থীদের যুক্তরাষ্ট্রে যেতে খুব বেগ পেতে হয় না। সমাজের মূল ধারার সঙ্গে মিলে গিয়ে শেষ পর্যন্ত পর্যন্ত অনিবন্ধিত শরণার্থী হিসেবে পরিচিতি পায়। ট্রাম্পের কংগ্রেসবিষয়ক উপদেষ্টা মার্ক টোনি রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কংগ্রেসের জন্য এখন সময় এসেছে অভিবাসন ইস্যুকে অগ্রাধাধিকার দিয়ে অগ্রসর হওয়ার।’ অন্যথায় অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে যাবে বলেও তিনি মন্তব্য করেছেন। কংগ্রেসের কাছে হোয়াইট হাউসের দেয়া নতুন অভিবাসন পরিকল্পনা কি ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত না এর ওপর আলোচনা ও সংশোধন করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় ট্রাম্প প্রশাসন তা স্পষ্ট নয়। প্রস্তাবিত অভিবাসন নীতিমালাকে নিবর্তনমূলক বা এমন কি বর্ণবাদী বলেও অধিকারকর্মীরা এর সমালোচনা করেছে। একজন অধিকারকর্মী মন্তব্য করেছেন, ড্রিমার্সরা এখন ট্রাম্পের হাতে জিম্মি। তিনি তাদের নিয়ে যা খুশি তাই করতে পারেন। নতুন অভিবাসন পরিকল্পনার সঙ্গে সরকারের বিভিন্ন দফতর ও এজেন্সি জড়িত রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেনÑ ট্রাম্পের শীর্ষ পলিসি উপদেষ্টা স্টেফেন মিলার এবং এ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। এরা উভয়ই অভিবাসন নীতি আরও কঠোর করা এবং অনিবন্ধিত অল্প বয়সী অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় চালানোর পক্ষপাতী। অনিবন্ধিত অভিবাসীদের কেন্দ্র করে হোয়াইট হাউস কংগ্রেসের নতুন নীতিমালার প্রস্তাব দিলেও এটি কংগ্রেসের জন্য দেশটির সামগ্রিক অভিবাসী নীতি পর্যালোচনার সুুযোগ এনে দেবে বলে আশা করা হচ্ছে। মার্কিন অভিবাসী নীতিতে বড় ধরেের ফাঁকফোকর রয়েছে বলে ট্রাম্প অনেকদিন ধরেই বলে এসেছেন। ট্রাম্প মনে করেন, বাইরে থেকে আসা লোকজন অভিবাসী নীতির এসব ফাঁকফোকর, দুর্বলতা ও হালনাগাদ না করার সুযোগ নিচ্ছে। কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা প্রস্তাবিত নীতিমালার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এ নিয়ে সবাইকে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। গত মাসে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে গৃহীত ডেফার্ড এ্যাকশন ফর চাইল্ডহুড প্রোটেকশন (ডাকা) প্রোগ্রাম বাতিল করেন। ওই কর্মসূচীর আওতায় অনিবন্ধিত অল্প বয়সী অভিবাসীরা বিভিন্ন মেয়াদে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেয়েছিল।
×