ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় ছিনতাইকারীর ছুরিতে ভার্সিটি ছাত্র নিহত

প্রকাশিত: ০৭:৫১, ৯ অক্টোবর ২০১৭

ঢাকায় ছিনতাইকারীর ছুরিতে ভার্সিটি ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খন্দকার আবু তালহা (২২) নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবার নাম নূর উদ্দিন খন্দকার। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুরার দেওড়া গ্রামে। পুরান ঢাকার ওয়ারীর টিকাটুলির কেএম দাস লেনের ১২/২ নম্বর বাড়িতে সপরিবারে থাকতেন তিনি। নিহতের স্বজনরা জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার জন্য টিকাটুলির বাসার সামনে থেকে রিকশায় করে যাত্রাবাড়ী যাচ্ছিলেন তালহা। তারা জানান, বাসার অদূরে বেস্ট স্টুডিও মোড়ে হুমায়ুনের বাড়ির উত্তর পাশে পৌঁছলে ৩/৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার ডান ঊরু, হাত ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাসায় খবর দেয়। খবর পেয়ে তার বাবা নূর উদ্দিন খন্দকার তাকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সকাল সোয়া ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করেন।
×