ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যামনেস্টির অভিযোগ

জার্মানিসহ চার দেশ থেকে আফগান শরণার্থীদের বের করে দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৬:১০, ৮ অক্টোবর ২০১৭

জার্মানিসহ চার দেশ থেকে আফগান শরণার্থীদের বের করে দেয়া হচ্ছে

ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ থেকে আফগান শরণার্থীদের বের করে দেয়া হচ্ছে। ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহ¯পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর ইয়াহু নিউজ। এ্যামনেস্টি বলছে, ইউরোপের অন্তত চারটি দেশ নরওয়ে, নেদারল্যান্ডস, সুইডেন ও জার্মানি থেকে আফগান নাগরিকদেরকে জোর করে বের করে দেয়া হচ্ছে। এসব নাগরিককে দেশে ফেরত পাঠালে তারা সেখানে গিয়ে মৃত্যু, নির্যাতনসহ নানা ভয়াবহ ঝুঁকির মুখে পড়বেন। ইইউভুক্ত দেশের এ পদক্ষেপকে এ্যামনেস্টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এ পদক্ষেপ বন্ধ করার জন্য ওই চার দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ্যামনেস্টি তাদের রিপোর্টে আরও বলেছে, শরণার্থী বহিষ্কারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের মাধ্যমে ইউরোপের এসব সরকার আইনবহির্ভূত নীতি বাস্তবায়ন করে চলেছে। এ্যামনেস্টির শরণার্থী ও অভিবাসী বিষয়ক গবেষক আনা শেহা বলেন, আফগানিস্তানে এমন কোন স্থান নেই যা নিরাপদ এবং সবখানেই ব্যাপক সহিংসতা চলছে।
×