ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

২০১৭-১৮ অর্থবছরের প্রথম তিন মাস

বেনাপোলে ৯৭৫ কোটি টাকা রাজস্ব আদায়

প্রকাশিত: ০৫:৫৬, ৮ অক্টোবর ২০১৭

বেনাপোলে ৯৭৫ কোটি টাকা রাজস্ব আদায়

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম তিন মাসে বেনাপোল কাস্টম হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ কোটি ৩৮ লাখ টাকা কম রাজস্ব আহরণ হয়েছে। তিন মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৯৯৬ কোটি ১১ লাখ টাকা। সেখানে আদায় করা হয়েছে ৯৭৫ কোটি ৭৩ লাখ টাকা। বেনাপোল কাস্টম সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩১৯ কোটি ৩৩ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ৩৬৮ কোটি ৯৮ লাখ টাকা। আগস্টে ৩৩৩ কোটি ৬২ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ৩৩৭ কোটি ৩৩ লাখ টাকা। সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ৩৪৩ কোটি ১৬ লাখ টাকা, আহরণ ২৬৯ কোটি ৪২ লাখ টাকা। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, রাজস্ব আহরণ বাড়াতে গিয়ে আমদানি করা সব পণ্যের শুল্কমূল্য কয়েকগুণ বাড়ানো হয়েছে। পাশাপাশি নানামুখী হয়রানির ফলে আমদানিকারকরা ব্যবসায়িক সুবিধার্থে বেনাপোল ছেড়ে পার্শ্ববর্তী মংলা, হিলি, সোনামসজিদ ও ভোমরা স্থলবন্দর ব্যবহার করছেন। ফলে বেনাপোল কাস্টমসে দেখা দিয়েছে রাজস্ব ঘাটতি। জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন ৫০০ ট্রাক পণ্য আমদানি হতো। বর্তমানে ২৪ ঘণ্টা বন্দর ও কাস্টম খোলা থাকলেও আমদানি গড়ে সাড়ে ৪শ’ ট্রাক পণ্য। যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও আমদানিকারক মিজানুর রহমান খান জানান, কোরবানি ঈদ এবং ভারতে জিএসটি চালু হওয়ার কারণে অনেকে সেপ্টেম্বর মাসে পণ্য আমদানি করেনি। বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন জানান, বেনাপোল কাস্টমস কর্মকর্তারা ব্যবসায়ীদের সঙ্গে কোন আলোচনা না করেই আমদানি করা পণ্যের শুল্কায়ন মূল্যবৃদ্ধি এবং ইচ্ছামতো এইচএস কোড পরিবর্তন করছেন। যেকারণে আমদানিকারকরা অন্য বন্দরে চলে যাচ্ছেন।
×