ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাভারে পিতার বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৪:০৫, ৮ অক্টোবর ২০১৭

সাভারে পিতার বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ অক্টোবর ॥ পিতার বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়া এলাকায় হেলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে নিজ ঘরে এক বছরের শিশু কন্যা সুমাইয়াকে লাথি মারে তার বাবা হেলাল উদ্দিন। পরিবারের সদস্যরা সুমাইয়াকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কি কারণে শিশুটিকে তার বাবা লাথি মেরেছে, তা জানাতে পারেনি নিহত ওই শিশুর পরিবারের সদস্যরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেলাল উদ্দিনকে থানা হেফাজতে রেখেছে। নিহত শিশুর মা রুবিয়া জানায়, সুমাইয়াকে যদি তার স্বামী হত্যা করে থাকে, তাহলে তিনি তার বিচার চান। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ অক্টোবর ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতরে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় ‘বান্দু ডিজাইন লিমিটেড’ নামের ওই পোশাক কারখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই পোশাক কারখানার ভেতরে কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন ও ফিনিশিং ইনচার্জ সেলিম মিয়ার মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্যাকেজিং ইনচার্জ আকাশসহ অন্তত ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় নারী ও শিশু চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় নতুন করে সংঘর্ষের আশঙ্কায় কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার ডিএনডি খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কেউ নবজাতকের লাশটি ডিএনডি খালে ফেলে গেছে।
×