ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ০৪:৩১, ৭ অক্টোবর ২০১৭

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত এক

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ অক্টোবর ॥ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম শহিদুল ইসলাম ওরফে আব্দুল হক সর্দার (৫০)। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। এদের মধ্যে ১০ জনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অপর পাঁচ জনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ধলশা গ্রামে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তাহের মিয়া এবং গ্রাম্য মাতবর চুন্নু সর্দারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত অবস্থায় চুন্নু সর্দারের সমর্থক শহিদুল ইসলাম ওরফে আব্দুল হক সর্দারকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রবজেল, রাজাখান, ইবাদত, সুজন, রুবেল, সোহাগ ও ফুয়াদের অবস্থা আশঙ্কাজনক। হবিগঞ্জে দুর্বৃত্তের টর্চলাইটের আঘাতে এক ব্যক্তি নিহত নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৬ অক্টোবর ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক দুর্বৃত্ত টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করে আজমিরীগঞ্জের ফতেহপুরের বাসিন্দা নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে খুন করেছে। নিহত ব্যক্তি সংশ্লিষ্ট গ্রামের মৃত ছুরাব আলীর পুত্র। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ওই গ্রামে এ হত্যাকা- ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং সুরতহালের পর ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে পুলিশ বলছে, এই হত্যাকা-ের পেছনে প্রকৃত অর্থে কারা জড়িত বা কেন এ ঘটনা তা তারা খতিয়ে দেখছে। নিহতের পরিবারের দাবির জমি-জমা নিয়ে একই গ্রামের একটি পক্ষের সঙ্গে বিরোধ থাকার কারণেই এই হত্যাকা-। বরিশালে যুবক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি খাল থেকে ৩৫ বছরের অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল পাঁচটার দিকে সাগরদি খালের দরগাহ্ বাড়ি এলাকার পাঁচপীরের মসজিদ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতদেহটির পরনে একটি গামছা ছাড়া আর কোন পোশাক ছিল। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার এসআই মশিউর রহমান জানান, স্থানীরা খালে ওই লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিষখালী নদী থেকেলাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা বরগুনা থেকে জানান, বরগুনার বিষখালী নদী থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ। শুক্রবার দুপুরে বামনা উপজেলার বিষখালী নদীতে ভাসমান মরদেহটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। বামনা থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, মরদেহের আনুমানিক বয়স ৪৫ বছর হবে। এ পর্যন্ত কোন ওয়ারিশের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ফতুল্লায় গৃহবধূ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, ফতুল্লার বক্তাবলীর উত্তর গোপালনগর এলাকায় ফাতেমা আক্তার মনি (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ঘটনাটি আত্মহত্যা। তবে গৃহবধূর স্বজনদের অভিযোগ, মনিকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। বিকেলে এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি কামালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পাঁচ মাস আগে বক্তাবলীর উত্তর গোপালনগর এলাকার ফাতেমা আক্তার মনির সঙ্গে একই এলাকার আশিক হোসেন চাঁনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আখাউড়ায় সাবিকুন নাহার (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহত সাবিকুন উপজেলার পৌর শহরের রাধানগর এলাকার আবুল কাসেম এর মেয়ে। সে স্থানীয় একটি কলেজে এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাবিকুন নাহার রাতে তার রুমের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজন ডাকাডাকি করে। এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সাবিকুনের ঝুলন্ত লাশ দেখতে পায়।
×