ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে দেশের স্থিতি নষ্ট করতে চায় ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩৯, ৬ অক্টোবর ২০১৭

বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে দেশের স্থিতি নষ্ট করতে চায় ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন বিশে^র ইতিহাসে তা নজিরবিহীন। অথচ বিএনপি অসহায় রোহিঙ্গাদের নিয়ে নোংরা রাজনীতি করছে। বিএনপি রোহিঙ্গা সমস্যাকে ইস্যু করে দেশের স্থিতি নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিএনপি মাঝে মাঝে কক্সবাজারে আসে লোক দেখাতে ও ফটোসেশনের জন্য। তবে সরকার এ সমস্যা সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের চিকিৎসাসেবা প্রদানের জন্য বুধবার কক্সবাজারের উখিয়ার বালুখালী অস্থায়ী ক্যাম্প-২-এ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৫০ সদস্য বিশিষ্ট দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডাঃ এ কে এম সালেক, রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ একেএম মোশাররফ হোসেন, অবস এ্যান্ড গাইনী বিভাগের অধ্যাপক ডাঃ শিরিন আক্তার বেগম, চীফ এস্টেট অফিসার ডাঃ এ কে এম শরীফুল ইসলাম, উপ-পরিচালক (হাসপাতাল) ডাঃ মোঃ খোরশেদ আলম প্রমুখ। ৫০ সদস্যবিশিষ্ট ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অর্থোডনটিকস (দন্ত) বিভাগ, ইন্টারনাল মেডিসিন, অবস এ্যান্ড গাইনী, চর্ম ও যৌনব্যাধি, জেনারেল শিশু, অর্থোপেডিক সার্জারি বিভাগ, কার্ডিওলজি বিভাগ, ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন, নাক, কান, গলা বিভাগসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, কনসালটেন্ট, মেডিক্যাল অফিসার ও রেসিডেন্ট চিকিৎসকবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, টেকনিশিয়ান, ফার্মেসি সহকারীসহ বিভিন্ন পর্যায়ের সাপোর্টিং স্টাফ সরাসরি চিকিৎসা কার্যক্রমে অংশ নেন। উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোহিঙ্গাদের চিকিৎসাসেবার দেয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ সাপোর্টিং স্টাফ আছে এবং প্রয়োজনীয় ওষুধপত্র রয়েছে। প্রয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সময় আরও বাড়ানো হতে পারে অথবা পরবর্তী সময়ে আবারও এই সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হবে। উপাচার্য পরে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) উদ্যোগে নেয়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রমও পরিদর্শন করেন। সেখানে উপাচার্যকে স্বাগত জানান বিএমএ-এর কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাঃ জহুরুল হক সাচ্চু। বুধবার কক্সবাজারের উখিয়ার বালুখালী অস্থায়ী ক্যাম্প-২-এ পরিচালক (পরিদর্শন) ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ কে এম সালেকের নেতৃত্বে এবং কুতুপালং অস্থায়ী ক্যাম্প-১-এ রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনের নেতৃত্বে মোট ১০টি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের চিকিৎসকবৃন্দ বেলা ১১টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে রোহিঙ্গা নারী, শিশু, বৃদ্ধ, যুবকসহ বিভিন্ন বয়সের রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দেন। রোহিঙ্গাদের চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধপত্র প্রদান, রোহিঙ্গা শিশুদের ড্রাইফুড প্রদানসহ রোগীদের ইসিজি ও রক্ত পরীক্ষা করা হয়।
×