ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্তে বৈঠক ১১ অক্টোবর

প্রকাশিত: ০৪:১০, ৬ অক্টোবর ২০১৭

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্তে বৈঠক ১১ অক্টোবর

অর্থনৈতিক রিপোর্টার ॥ আলোচিত ‘ডিজিটাল সিকিউরিটি আইন, ২০১৭’ এর খসড়া চূড়ান্তে আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১১ অক্টোবর বেলা ১১টায় সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। আইনমন্ত্রী আনিসুল হক এতে সভাপতিত্ব করবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারার অস্পষ্টতা দূর করে তা ডিজিটাল সিকিউরিটি আইনে যুক্ত করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া পর্যালোচনা করে চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছিল বৃহস্পতিবার। কিন্তু সভাটি স্থগিত করেছে আইন মন্ত্রণালয়। নতুন সভার তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়। সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিত থাকার কথা রয়েছে। ওই সভায় উপস্থিত থাকতে তথ্য সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য কামাল উদ্দিন আহমদ, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী, বেসিস সভাপতি মোস্তফা জব্বারসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছরের ২২ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। তবে খসড়াটি আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য আইনমন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছিলেন, যারা কনসার্ন স্টেক হোল্ডার (সংশ্লিষ্ট সুবিধাভোগী) তাদের নিয়ে বৈঠক করে এটাকে (খসড়া আইন) আরেকটু পরিশীলিত করবেন। দেশের বিভিন্ন স্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহারের কারণে এ ধারাটি ওই আইন থেকে বাদ দিয়ে তা আরও স্পষ্ট করে ডিজিটাল নিরাপত্তা আইনে যুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে গত ৯ জুলাই খসড়াটি চূড়ান্ত করতে আইনমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। ওই সভার পর আইনমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, আগস্টে আরেকটি সভা করে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়াটি চূড়ান্ত করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার পরিণতি সম্পর্কেও তখন জানা যাবে। কিন্তু আগস্টে কোন সভা ডাকা হয়নি। সেই সভাটি ডাকা হয়েছিল ৫ অক্টোবর, যা এখন বাতিল হলো।
×