ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই সাংবাদিক লাঞ্ছিত ॥ পুলিশ কনস্টেবল প্রত্যাহার

প্রকাশিত: ০৪:৫০, ৫ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে দুই সাংবাদিক লাঞ্ছিত ॥ পুলিশ কনস্টেবল প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আদালতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন দুই ফটোসাংবাদিক। কর্তব্যরত পুলিশ সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাদের লাঞ্ছিত করেন। এতে তারা আহত হন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করেছে সিএমপি। বুধবার ছিল চট্টগ্রামের শিবির ক্যাডার নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের মামলার রায় ঘোষণার তারিখ। আদালতে ছবি তুলতে যান প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীল এবং দৈনিক আজাদীর আমিনুল ইসলাম মুন্না। মোটরসাইকেল নিয়ে তারা যখন আদালতে যাচ্ছিলেন তখন উল্টো দিক থেকে গাড়ি চালিয়ে আসছিলেন পুলিশ কনস্টেবল ইফতেখার। এ সময় সাইট দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই কনস্টেবল তেড়ে আসেন। তারপর দুইজনের ওপর চলতে থাকে কিল-ঘুষি। এতে করে দুইজনই আহত হন। খবর পেয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে সাংবাদিকরা গিয়ে উপস্থিত হন। এরপর তারা উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
×