ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই ॥ শাহরিয়ার আলম

প্রকাশিত: ০৪:৫৯, ১ অক্টোবর ২০১৭

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই ॥ শাহরিয়ার আলম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নে এ দেশের অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে নৌকাকে বিজয়ী করতে হবে। শনিবার রাজশাহীর বাঘা পৌরসভাকে ‘ক’ শ্রেণীতে উন্নীতকরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাহরিয়ার আলম বলেন, বাঘা পৌরসভা এখন প্রথম শ্রেণীতে উন্নীত হলো। এখন থেকে পৌরবাসী আরও সেবা পাবেন। এখন পৌরবাসীর বাড়িতে বাড়িতে খুব শীঘ্রই বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ নগর উন্নয়নের দ্বিতীয় ধারায় রাস্তাঘাট ও বাজার উন্নয়ন করা হবে। বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা একটু দেরিতে হলেও অনেক ভাল কিছু প্রকল্প গ্রহণ করেছি। এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এজন্য তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাস্তবায়নকৃত প্রকল্পের নাম এবং বরাদ্দের পরিমাণ পৌরসভার ওয়েবসাইটে তুলে ধরার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সামনের দিনে বাঘা পৌরসভাকে আরও শক্তিশালী করা হবে। তিনি পৌরবাসীদের উদ্দেশ্যে বলেন, আমার কাছে আপনাদের দাবি করার অধিকার আছে। আপনারা কেউ সঙ্কোচ না করে কোন্ কোন্ এলাকায় কী ধরনের সমস্যা আছে সেগুলো সঠিক সময়ে আমাকে জানাবেন। তিনি বলেন, সামনে আমাদের একটিই লক্ষ্য, তা হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। একটি কথা মনে রাখতে হবে, দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরিফ। তিনি পৌর মেয়রকে ওয়ার্ডভিত্তিক প্রকল্প বরাদ্দ এবং নাগরিকসেবা নিশ্চিত করার আহ্বান জানান। এর আগে পৌরসভার রাস্তা, কালভার্ট, ড্রেন ও বাজার উন্নয়ন অবকাঠামো শীর্ষক ৩০টি প্রকল্প বাস্তবায়নের ফলক উন্মোচন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সভায় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল রেজা, বাঘা উপজেলা আ’লীগের সহ-সভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি ও প্যানেল মেয়র আব্দুল কুদ্দুস সরকার, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা উপজেলা চত্বরে অবস্থিত বর্তমান সরকারের উন্নয়নমুখী প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’ কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন এবং সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
×