ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্যুরিজম ফেস্টে জলের গান

প্রকাশিত: ০৩:৪৬, ১ অক্টোবর ২০১৭

ট্যুরিজম ফেস্টে জলের গান

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এভিয়েশন এ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবি ধানম-ির রবীন্দ্র সরোবরে ট্যুরিজম ফেস্টে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে গানে গানে উপস্থিত দর্শক শ্রোতাদের মাতিয়ে জনপ্রিয় ব্যান্ডদল জলের গান। ঘণ্টাব্যাপী অনবদ্য পারফরমেন্সে উপস্থিত দর্শকদের মন কাড়ে নন্দিত এ ব্যান্ডদল। সম্প্রতি ধানম-ির রবীন্দ্র সরোবর থেকে ট্যুরিজম ফেস্ট ২০১৭ সরাসরি সম্প্রচার করে ডিবিসি নিউজ। জলের গান ছাড়াও হৃদি হকের উপস্থাপনায় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল জালাল দেওয়ান ও তার দল। এছাড়া উৎসবে পরিবেশিত আদিবাসী ও ফোক নৃত্য দর্শককে মুগ্ধ করে। দিনব্যাপী ট্যুরিজম ফেস্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, এমপি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় দিনব্যাপী এ উৎসবে টাইটেল স্পন্সর মিনিস্টার ফ্রিজ, পাওয়ার্ড বাই বিমান বাংলাদেশ এয়ার লাইন্স। এছাড়া ফেস্টিভ্যালে ফুড পার্টনার ওয়েল ফুড ও মিডিয়া পার্টনার ডিবিসি নিউজ। ট্যুরিজম ফেস্ট ২০১৭-এ সহযোগী পার্টনার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, আটাব ও টোয়াব।
×