ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় নিরাপদ অঞ্চল গড়ে সন্ত্রাসীদেও পরাজিত করা সম্ভব ॥ পুতিন

প্রকাশিত: ০৩:২৮, ১ অক্টোবর ২০১৭

সিরিয়ায় নিরাপদ অঞ্চল গড়ে সন্ত্রাসীদেও পরাজিত করা সম্ভব ॥ পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় যেসব নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে সেগুলোর মাধ্যমে সন্ত্রাসীদের চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব হবে এবং দেশটিতে গত সাত বছরের গৃহযুদ্ধের অবসান হবে। ডন। বৃহস্পতিবার তুরস্ক সফরে গিয়ে আঙ্কারায় তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, ‘নিরাপদ অঞ্চলগুলো সিরিয়ার ভ্রাতৃঘাতী যুদ্ধ অবসানে প্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন এর মাধ্যমে সন্ত্রাসীদের চূড়ান্ত পরাজয় ঘটবে এবং সিরিয়ার জনগণ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। গত মে মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরীয় সঙ্কট নিয়ে চতুর্থ বৈঠকে সিরিয়ায় চারটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় সম্মত হয় বিবদমান পক্ষগুলো। রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই তিন দেশ নিরাপদ অঞ্চলগুলো রক্ষার গ্যারান্টি দেয়। আস্তানা বৈঠকের পরপরই তিনটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব হয় এবং এগুলো প্রতিষ্ঠার পর সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের সঙ্গে সরকারী সেনাবাহিনীর সংঘর্ষ উল্লেখযোগ্য মাত্রায় কমে যায়। কিন্তু ইদলিব প্রদেশে চতুর্থ নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন করা যায়নি। চলতি মাসের গোড়ার দিকে তুরস্কের ইদলিব প্রদেশে ওই অঞ্চল প্রতিষ্ঠার খুঁটিনাটি নিয়ে একমত হয় ইরান, রাশিয়া ও তুরস্ক। বিমান হামলায় ২৮ জন নিহত ॥ সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে পরিকল্পিত একটি নিরাপদ জোনে বিমান হামলায় কমপক্ষে ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শনিবার পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানায়। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষক সংস্থা জানায়, তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার ইদলিব প্রদেশের আমানাজ শহরে রাতভর চালানো বিমান হামলায় এসব লোক নিহত হয়। এদের মধ্যে চার শিশু রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে এ বিমান হামলা সিরিয়ার সরকারী বাহিনী না তাদের মিত্র দেশ রাশিয়ার সামরিক বাহিনী চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
×