ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য এলো ভারত ও চীন থেকে আরও ৭৫৩ টন ত্রাণ

প্রকাশিত: ০৫:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের জন্য এলো ভারত ও চীন থেকে আরও ৭৫৩ টন ত্রাণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিয়ানমারের রাখাইন প্রদেশে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও ৭শ’ মেট্রিক টন ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ। বৃহস্পতিবার ভোরে জাহাজটি বন্দর জেটিতে ভিড়ে। একই দিনে চীন থেকে ৫৩ টন ত্রাণসামগ্রী নিয়ে দ্বিতীয় কার্গো বিমানটি অবতরণ করে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে। উভয় দেশের এ ত্রাণসামগ্রী গ্রহণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। চট্টগ্রাম বন্দর ১ নম্বর জেটিতে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা তাঁর দেশের পক্ষ থেকে ত্রাণসামগ্রীগুলো হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বড় ধরনের একটি মানবিক সঙ্কট মোকাবিলা করছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ হিসেবে ভারত ত্রাণসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে। এই মানবিক সঙ্কটে সহায়তা করতে ভারত সরকার ‘অপারেশন ইনসানিয়াত’ চালু করেছে। ভারতের পক্ষ থেকে যতটা সম্ভব সহায়তা প্রদান করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। বৃহস্পতিবার আসা ৭শ’ টন ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, চিনি, চা, গুঁড়া দুধ, বিস্কুট, সাবান এবং মশারি। মোট ৬২ হাজার প্যাকেটে এই সামগ্রীগুলো বাংলাদেশে আসে রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য। চট্টগ্রামের জেলা প্রশাসক জানান, এই সামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে। উল্লেখ্য, এর আগে জরুরী ভিত্তিতে ভারতীয় বিমানবাহিনীর দুটি কার্গো বিমানে এসেছিল ১০৭ টন ত্রাণসামগ্রী। ভারত সরকার রোহিঙ্গাদের জন্য মোট ৭ হাজার মেট্রিক টন ত্রাণ পাঠাবে বলে ঘোষণা দিয়েছে। এদিকে চীনের পক্ষ থেকে বৃহস্পতিবার এসেছে ত্রাণসামগ্রীবাহী দ্বিতীয় বিমানটি। দ্বিতীয় চালানে আসে ৫৩ মেট্রিক টন ত্রাণসামগ্রী। সকাল ৯টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। আনুষ্ঠানিকভাবে এ সামগ্রী গ্রহণ করে চট্টগ্রামের জেলা প্রশাসন। বাংলাদেশের চীন দূতাবাসে নিযুক্ত ইকোনমিক এ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর লি গুয়াংজুন এই ত্রাণ হস্তান্তর করেন। চীনের ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ২ হাজার ২শ’ তাঁবু। এগুলো কক্সবাজারের উখিয়ায় পাঠানো হচ্ছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে শরণার্থীদের জন্য তার দেশ মোট ১৫০ টন ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বলে জানিয়েছিলেন। রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত বিভিন্ন দেশ, রেডক্রস, রেড ক্রিসেন্ট এবং সংস্থার পক্ষ থেকে ১ হাজার ৩০৩ মেট্রিন টন ত্রাণসামগ্রী এসেছে। এর মধ্যে ভারত দুটি বিমান ও একটি জাহাজে ৮০৭ মেট্রিক টন, চীন দুটি বিমানে ১১০ মেট্রিক টন, সৌদি আরব একটি বিমানে ৯৪ মেট্রিক টন, ইন্দোনেশিয়া ৮টি বিমানে ৭৭ মেট্রিক টন, ইরান দুটি বিমানে ৬৮টি মেট্রিক টন, মরক্কো একটি বিমানে ১৪ মেট্রিক টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে। এছাড়া মালয়েশিয়ার রেড ক্রিসেন্ট ১০১ টন এবং জাপানের রেডক্রস ১৮ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে।
×