ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে মোটরসাইকেল ট্রাক সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ০৪:১২, ২৯ সেপ্টেম্বর ২০১৭

জয়পুরহাটে মোটরসাইকেল ট্রাক সংঘর্ষে নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৮ সেপ্টেম্বর ॥ জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার শিমুলতলীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন মারা যায়। অপর একজনকে আহত অবস্থায় বগুড়ায় চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও নিহতের স্বজন জানায়, লক্ষ্মীপুর জেলার রামগর উপজেলার ফতেপুর গ্রামের সোহেল ও সালমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খালু বাবলুর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার পাঁচবিবির বন্ধু অর্ণবের সঙ্গে একটি মোটরসাইকেল যোগে তিনজন পাহাড়পুর যাওয়ার পথে পাঁচবিবির শিমলতলীতে হিলিগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সোহেল মারা যায়। সালমান ও অর্ণবকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর সালমানের মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জে যুবক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় একটি যানবাহনের চাপায় অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৫টায়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, ভোরে কাঁচপুর ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত এক যুবককে দ্রতগামী একটি যানবাহন চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। বান্দরবানে আহত ৭ নিজস্ব সংবাদদাতা, বান্দরবান থেকে জানান, নাইক্ষ্যংছড়ি-দৌছড়ি সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে ৭ ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে দৌছড়ি ইউনিয়নের হাজিরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেনÑ আবুল হোছন, আলী আহমদ, ছকিনা খাতুন, নুর বাহার, জান্নাত আরা, দিলারা বেগম ও গাড়িচালক আবছার। জানা যায়, বৃহস্পতিবার সকালে চাঁদের গাড়ি যোগে দৌছড়ি ইউনিয়নের লেমুছড়ি থেকে রামু উপজেলার গর্জনিয়া বাজারে সাওদাপাতি ক্রয় করতে আসছিল তারা।
×