ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে পাঁচ দফা দাবিতে ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:০৩, ২৮ সেপ্টেম্বর ২০১৭

যশোরে পাঁচ দফা দাবিতে ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চালের দাম কমানোসহ ৫ দফা দাবি বাস্তবায়নে প্রচার আন্দোলনের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে স্মারকলিপি প্রদান ও সভা সমাবেশের কর্মসূচী ঘোষণা করছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি যশোর জেলা শাখা। শহরের ভোলাট্যাঙ্ক রোডের পার্টির কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচী ঘোষণা করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও সরকারীভাবে চাল আমদানি, বেসরকারী আমদানিকারকদের উপর কঠোর তদারকি, মজুদদার, অসৎ ব্যবসায়ী ও মিলারদের চাল সরবরাহ ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণকরণ ও খোলাবাজারে পূর্ব মূল্যে সিদ্ধচাল সরবরাহ নিশ্চিত করা। বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগ বন্ধ, কৃষকের কাছ থেকে সরাসরি ৩০০০ টাকা মূল্যে পাট কেনার জরুরী ব্যবস্থা ও কৃষকের কৃষি পণ্যে ন্যায্যমূল্য, কৃষি উপকরণের মূল্য কমানো। চসিককে সাড়ে ৩৫ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স দিল চবক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ (চবক) এক বছরের হোল্ডিং ট্যাক্স হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) বুধবার ৩৫ কোটি ৫৫ লাখ টাকা প্রদান করেছে। বুধবার মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসভবনে এ পরিমাণ অর্থের চেক প্রদান করেন চবক সদস্য (অর্থ) কামরুল আমিন। চেক গ্রহণ করার পর মেয়র বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির স্বর্ণধার। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব। মেয়র আশা প্রকাশ করেন, বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এ বন্দরকে কোন মহল রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে অ¯ি'তিশীল করতে পারবে না। এ সময় বন্দরের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল আলম, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিন, জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিমসহ বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোরে তথ্য মেলা শুরু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে যশোরে শুরু হয়েছে দু’দিনব্যাপী তথ্যমেলা। ‘জানব জানাব দুর্নীতি রুখব’-এমন প্রত্যয় ব্যক্ত করে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের উদ্যোগে কালেক্টরেট চত্বরে এ মেলার আয়োজন করা হয়। জেলা কালেক্টরেট চত্বর থেকে বুধবার সকালে শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। ছেলেকে পুলিশে দিলেন বাবা সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ॥ উপজেলার আন্দিউড়া গ্রামের মাদকাসক্ত ছেলে রাফুজ মিয়া (২০) কে পুলিশে সোপর্দ করল তার পিতা। বুধবার দুপুরে পুলিশ নিয়ে ছেলেকে ধরিয়ে দেয়। সে আন্দিউড়া গ্রামের ধনুর ছেলে। ধনু মিয়া জানান, সে নেশা করে প্রায়ই তাদের যন্ত্রণা দিত। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে স্থানীয় ইউপি সদস্য নেপাল সরকারের সহযোগিতায় তাকে পুলিশে দেয়।
×