ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৬:০০, ২৮ সেপ্টেম্বর ২০১৭

শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৭ সেপ্টেম্বর ॥ বুধবার সকালে কেশবপুর পাবলিক মাঠে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এ্যান্ড এ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এর আয়োজনে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী উদ্দীপনা পুরস্কার বিতরণ ও শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুরের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। সেকায়েপের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মাহামুদ-উল-হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান ও সেকায়েপ প্রকল্পের কর্মকর্তারা। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৭ সেপ্টেম্বর ॥ ঝিনাইগাতী উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ১৮০ শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ টাকার চেক ও ২০ গরিব জনসাধারণের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম। ওই সময় অন্যদের মাঝে ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস প্রমুখ।
×