ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৫:১১, ২৮ সেপ্টেম্বর ২০১৭

ইস্টার্ন ইউনিভার্সিটিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ইস্টার্র্ন ইউনিভার্সিটির (ইইউ) আয়োজনে ২৭ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হলো ২০১৭ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। সারা বাংলাদেশ থেকে প্রায় ৮ শ’ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে প্রধান অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, ইইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবুল কাসেম হায়দার, মোঃ আজিজুল ইসলাম, আবুল খায়ের চৌধুরী, অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, শেখ সাইদুর রহমান, আনোয়ার হোসাইন চৌধুরী, মোঃ আলী আজ্জম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাশার খান। এর আগে মন্ত্রী বাংলাদেশের বাছাইকৃত ১০০ কলেজের অধ্যক্ষের সঙ্গে ‘উচ্চ শিক্ষার মানোন্নয়নে কলেজ অধ্যক্ষের ভূমিকা’ শীর্ষক ইইউর গোলটেবিল আলোচনায় অংশ নেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ‘আজকের শিশু আগামীর ভবিষ্যত এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর’। তাই তাদের সঠিক যতœ নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও সুখী-সমৃদ্ধ দেশ গঠনে এই প্রজন্মই হলো মূল হাতিয়ার। সভাপতির বক্তৃতায় ইইউ উপাচার্য বলেন, কোন জাতিই শিক্ষা ব্যতীত উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। -বিজ্ঞপ্তি এমআইএসটিতে এ্যারো ডে উদ্যাপিত মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-তে মঙ্গলবার এ্যারো ডে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল ওহাব, পরিচালক গবেষণা ও উন্নয়ন প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, এ্যারোনটিক্যাল বিভাগের ছাত্র/ছাত্রী বাংলাদেশের বিমান শিল্প উন্নয়নে দিকনির্দেশক হিসেবে ভূমিকা রাখবে। এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন বিজ্ঞান যা ফ্লাইট সামর্থ্য মেশিনের গবেষণা, ডিজাইন ও নির্মাণ এবং আকাশে বিমান ও রকেট উড্ডয়ন পদ্ধতি সম্পর্কে শিক্ষা দেয়। দিনটি উদযাপন করতে র্যালি, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অলিম্পিয়াড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ২০০ ছাত্র/ছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং এমআইএসটির ছাত্র/ছাত্রী এবং অংশগ্রহণ করেন। -আইএসপিআর।
×