ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌসুমি বায়ু বিদায়ের আগে আরও বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ০৮:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০১৭

মৌসুমি বায়ু বিদায়ের আগে আরও বৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ আগামী মাসে দেশ থেকে মৌসুমি বায়ু বিদায়ের আগে আরও বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা জানায়, মৌসুমি বায়ু বিদায়ের পরও মাঝ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকবে। তবে গত কয়েকদিনে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রকৃতিতে এক ধরনের গুমোট ভাব শুরু হয়েছে। এ কারেণে কয়েকদিন ধরে ঝাঁজালো রোদ কাঁটার মতো বিঁধছে শরীরে। তবে আজ থেকে আবার বৃষ্টিপাত শুরু হতে পারে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একটানা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে যাবে। ফলে গুমোট ভাব থেকে রেহাই পাওয়া যাবে। আবহাওয়া অফিস জানিয়েছে, অক্টোবরের প্রথমার্ধে প্রকৃতি থেকে বিদায় নেবে বর্ষা। বিদায় নেয়ার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে বৃষ্টিপাতের আভাস দিয়েছে তারা। তারা জানায়, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে অসম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় বিরাজ করছে। মৌসুমি বায়ুর দুর্বল অবস্থানের কারণে এবং বাতাসে জলীয় কণার পরিমাণ বেড়ে যাওয়ায় মাঝে মাঝে প্রকৃতিতে বাতাসহীন গুমোট অবস্থা বিরাজ করছে। আবার মাঝে মাঝে সূর্যের আলো সরিয়ে হাল্কা মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। কখনও ঝরে ছিটেফোঁটা বৃষ্টি। বৃষ্টি কমে যাওয়ায় বিভিন্ন স্থানে তাপমাত্রাও কিছুটা বেড়ে গেছে। এ কারণে শরীর থেকে ঘাম ঝরছে অধিক পরিমাণ। একটু গরমে ঘেমে নেয়ে একাকার হয়ে যাচ্ছে পুরো শরীর। আবহাওয়া অফিস জানিয়েছে, প্রকৃতিতে গুমোটভাব বিরাজ করলেও আজ বুধবার থেকে বৃষ্টির মাত্রা আবারও বৃদ্ধি পাবে। বৃষ্টির এ ধারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দেশে জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত হয় মূলত মৌসুমি বায়ুর প্রভাবে। এ মাসের মাঝামাঝি সময় দেশের ওপর এটি সক্রিয় ছিল। এখন কিছুটা কম। তাই কয়েকদিন ধরে বৃষ্টি কম হয়েছে। তাছাড়া বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। এজন্য শরীরে ঘাম হয়। বাতাসও এ ঘাম শুষে নিতে পারে না। তাই মানুষের মধ্যে একটা অস্বস্তি ভাব থাকে। তিনি জানান, আজ (বুধবার) থেকে মৌসুমি বায়ুর প্রভাব বেড়ে যাওয়ার কারণে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
×