ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৭

টুকরো খবর

বিদ্যুতস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৬ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার শাহতলী বাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাকিব হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শাহতলী বাজারের আল-আছর কম্পিউটারের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ও শাহতলী জিলানী চিশতী কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র। বাজারের ব্যবসায়ীরা জানান, রাকিব হোসেন দীর্ঘদিন ধরে শাহতলী বাজারে তার ফুফাত ভাই কামরুজ্জামান সুমনের আল-আছর কম্পিউটারের দোকানে ফটোস্ট্যাট ও কম্পিউটার কম্পোজের কাজ করত। মঙ্গরবার সকালে সে দোকানে এসে ফটোস্ট্যাট মেশিনে ফটোকপি করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে কামরুজ্জামান সুমনসহ অন্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলম তাকে মৃত বলে ঘোষণা করেন। নির্মাণ শ্রমিক নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার হাওড় অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জীবন (১৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আকরাম নামে অপর এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে। নিহত জীবন অষ্টগ্রামের কাজীপাড়া বাগহাটি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং আহত আকরাম একই উপজেলার মসজিদজাম গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। জানা যায়, মঙ্গলবার অষ্টগ্রাম সদর বাজরের ব্যবসায়ী শেখ জসিম উদ্দিনের নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে কাজ করছিল এ দুই নির্মাণ শ্রমিক। বিল্ডিংয়ের এক কক্ষ থেকে অন্য কক্ষে পাইপ নেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে তারা। এ সময় বিল্ডিংয়ের তিনতলা থেকে পড়ে যায় জীবন। এতে সে গুরুতর আহত হলে দ্রুত অষ্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশের ওপর হামলা ॥ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় শহিদুল ইসলাম নামে এক চিহ্নিত মাদক বিক্রেতাকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। এ ঘটনায় পুলিশের এসআই মামুন-উল-আবেদসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুুলিশ হামলার ঘটনায় মাসুদ গাজী নামে একজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় মিজমিজি পশ্চিমপাড়া এলাকায়। পুলিশ জানান, সোমবার রাত ১১টায় এসআই মামুন-উল-আবেদের নেতৃত্বে একটি টিম মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে বের হয়। জলদস্যুদের হামলা ॥ এক জেলে অপহরণ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ সেপ্টেম্বর ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মেঘনায় জলদস্যুরা জেলে ট্রলারে হামলা চালিয়েছে। এ সময় আবু তাহের নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহৃত জেলে পরিবারের কাছে জলদস্যুরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সোমবার রাত ১টায় উপজেলার দক্ষিণে চর নিজাম সংলগ্ন মেঘনায় জেলে ট্রলারে এ হামলা ও অপহরণের ঘটনা ঘটে। জানা যায়, সোমবার রাত ১টায় উপজেলার চরনিজাম সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের সময় হাতিয়ার একদল জলদস্যু বাহিনী আবু তাহের মাঝির জেলে ট্রলারে হামলা চালায়। এই সময় দস্যুবাহিনী ট্রলারে থাকা নয় জেলেকে বেধড়ক মারধর করে। এদের মধ্যে আবু তাহের মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। জামায়াতের আমির গ্রেফতার স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ পলাশ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমজাদ হোসেনকে করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ইছাখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে তাকে করা হয়। তিনি ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত। পুলিশ জানান, জামায়াতের আমির আমজাদ হোসেন, সরকার ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও কর্মকা- চালিয়ে আসছিল।এ বিষয়ে গত রবিবার পলাশ থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিদ্যালয় জাতীয়করণের দাবি স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ রায়পুরায় ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত সেরাজনগর এমএ পাইলট উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয়করণ নীতিমালা ২০১৬ এর সকল শর্ত পূরণ করা হলেও বিদ্যালয়টি জাতীয়করণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয় মানববন্ধনে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি উপজেলায় একটি করে বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা থাকায় সেরাজনগর উচ্চ বিদ্যালয়টিকে জাতীয়করণের দাবি জানানো হয়। পরে বিদ্যালয় পরিচালনা পরিষদ, এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপস্থিতিতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন, সহ-সভাপতি ডাঃ মোগল হোসেন। এমপির বিরুদ্ধে জঙ্গীদের মদদের অভিযোগ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা আওয়ামী লীগে দলীয় কোন্দল চরম আকার ধারণ করেছে। স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুলের বিরুদ্ধে এবার প্রকাশ্যে মাঠে নেমেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক এমপির বিরুদ্ধে বাংলা ভাইয়ের সহযোগী ও চরমপন্থীদের মদদদানের অভিযোগ তুলেছেন সাধারণ সম্পাদকসহ দলের একাংশের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুস সোবহান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, জিয়াউদ্দিন টিপু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আসর আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোস্তফা কামাল, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলমগীর সরকার প্রমুখ। সংবাদ সম্মেলনে একই দলের সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেয়ার দাবি জানিয়ে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বাগমারা আওয়ামী লীগের মূল নেতৃত্বকে বাদ দিয়ে বাংলা ভাইয়ের ক্যাডার ও ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি আলতাব মোল্লা, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নুরুল ইসলামসহ অনেককে দলের নেতৃত্বে এনেছেন উপজেলা সভাপতি এনামুল হক এমপি। অস্ত্র উদ্ধার চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে প্রশাসন। এছাড়া উদ্ধার করা হয়েছে কিছু নেশাদ্রব্য। মঙ্গলবার দুুপুর ২টার দিকে হলের কয়েকটি কক্ষে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন। মঙ্গলবার পরিচালিত অভিযানটি নিয়মিত কার্যক্রমের অংশ বলে জানানো হয়েছে চবি প্রশাসনের পক্ষ থেকে। অভিযানে প্রায় আড়াই বস্তা নেশাদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্রের মধ্যে রাম দা, কিরিজ, লোহার রড, পাইপ ইত্যাদি উদ্ধার করা হয়। এ সময় এক কেজি পরিমাণ গাঁজা ও ১০-১৫টি আইডি কার্ড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এসব আইডি কার্ডের অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। অভিযান শেষে ৪টি কক্ষ সিলগালা করে দেয়া হয়। ছাত্রলীগ সম্পাদকের ছাত্রত্ব বাতিল শাবি সংবাদদাতা ॥ নতুন নীতিমালা অনুযায়ী কোর্স অসম্পূর্ণ থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান খানের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এছাড়া একই ব্যাচ ও বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শিবলীর ছাত্রত্বও বাতিল করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভায় নতুন নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষার্থীদের অসমাপ্ত কোর্স সম্পন্নের জন্য এ নতুন নীতিমালায় ওই দুই জনের ছাত্রত্ব বাতিল হয়েছে বলে জানান রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
×