ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৫:৪১, ২৭ সেপ্টেম্বর ২০১৭

দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৬ সেপ্টেম্বর ॥ দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টেনি (২৭) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় উদ্ধার হয়েছে ১টি বিদেশী পিস্তুল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড পিস্তলের গুলি। আহত হয়েছে পুলিশের ৩ সদস্য। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। নিহত টেনি উপজেলার আড়িয়া ইউয়িনের ছাতারডাড়া গ্রামের আলম ম-লের ছেলে। পুলিশ জানান, একদল সশস্ত্র সন্ত্রাসী কর্মকা- ঘটানোর উদ্দেশে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠের মধ্যে অবস্থানের সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই রহিমের নেতৃত্বে পুলিশের টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষা উপকরণ পেয়ে যমুনা চরের শিক্ষার্থীরা খুশি স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জীবন যুদ্ধে এগিয়ে চলা যমুনার চরের ক্ষুদে শিক্ষার্থীরা মহাখুশি। বন্যায় খাতা কলম ও শিক্ষা উপকরণ ক্ষতি হওয়ায় যখন পাঠ গ্রহণ অনিশ্চিত তখন ব্যাগসহ শিক্ষা উপকরণ পেয়ে ওদের মুখে হাসি ফুটেছে। ময়ূরেরচর সরকারী প্রাথমিক স্কুলের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার উচ্ছাসে বলল, আবার লিখতে পড়তে পারবে। চরকুড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিপন মিয়ার কথা-আর দুঃখ নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত সারিয়াকান্দি উপজেলার চরের মধ্যে ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩শ’ শিক্ষার্থীর মধ্যে সোমবার বিকেলে ব্যাকপ্যাকসহ শিক্ষা উপকরণ বিতরণ করে বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজ। ব্যাকপ্যাক (পিঠে বহন করার ব্যাগ) পেয়ে ছোট্টমুনিরা খুব খুশি। এরা কখনই এ ধরনের ব্যাগ ব্যবহার করেনি। প্রতিটি ব্যাগের মধ্যে দেয়া হয়েছে একটি করে জ্যামিতি বক্স, ৫ দিস্তা করে কাগজ, ৫টি করে কলম, ২টি করে পেন্সিল, ২টি করে ইরেজার ও একটি করে স্কেল। সারিয়াকান্দি থানা চত্বরে ময়ূরেরচর, কুড়িপাড়া, চরবাতিয়া, বটিয়ার চর, শালুখা, গজারিয়া সরকারী প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু এতে সভাপতিত্ব করেন।
×