ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

স্মাটকার্ড পাবে রোহিঙ্গা এতিম শিশুরা ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭

স্মাটকার্ড পাবে রোহিঙ্গা এতিম শিশুরা ॥ প্রতিমন্ত্রী

রোহিঙ্গা থেকে আগত এতিম শিশুদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন কমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সভাপতিত্ব করেন সমাজকল্যাণ সচিব জিল্লার রহমান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৬ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে উদারতা দেখিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি বলেন, মিয়ানমার থেকে দুই শ্রেণীর এতিম শিশু দেশে প্রবেশ করেছে। একশ্রেণীর শিশু এসেছে আত্মীয়দের সঙ্গে। যারা মা-বাবা হারা হলেও কেবল তাদের আত্মীয়দের সঙ্গে আমাদের দেশে প্রবেশ করা শিশু। অন্যদিকে আরেক শ্রেণীর এতিম শিশু আছে যারা বাবা-মা, আত্মীয়স্বজন সব হারিয়ে বিভিন্ন দলের মাধ্যমে অপরিচিত লোকদের সঙ্গে চলে এসেছে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি রোহিঙ্গা এতিম শিশুদের জন্য স্মার্টকার্ড প্রদানের ব্যবস্থা হচ্ছে। এ ক্ষেত্রে শূন্য থেকে ১৮ বছর বয়সী সকল এতিম শিশু-কিশোরদের আলাদা করে তাদের থাকা-খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এ জন্য উখিয়া ও টেকনাফে ২০০ একর করে মোট ৪০০ একর জমি জেলা প্রশাসনের কাছে থেকে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান। বিজ্ঞপ্তি।
×