ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় মাছ বৃষ্টি!

প্রকাশিত: ০৪:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

শ্রীলঙ্কায় মাছ বৃষ্টি!

শ্রীলঙ্কার চিলওয়া এলাকায় ঝড়ে উড়ে আসে প্রচুর মাছ। প্রায় ৫০ কেজি মাছ আকাশ থেকে পড়ল। এই নিয়ে দেশটিতে তিনবার মাছবৃষ্টি হলো। কই, চিংড়িসহ নানান ধরনের মাছ এলাকাটিতে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, প্রবল ঘূর্ণি বাতাসের ফলে জলাশয়ের মাছ ওপরে উঠে আসে। ঝড়ের ফলে মাছগুলো ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা পরে সেগুলো পাত্রে সংরক্ষণ করেন। -ডেইলি মেইল মাটির তলায় বিলাসবহুল বাড়ি... যুক্তরাষ্ট্রের লাস ভোগাস শহরে ১৭ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি বিলাসবহুল বাড়ি। ১৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে বাড়িটিতে সম্পূর্ণ প্রকৃতিকে এনেছেন নির্মাতা জেরি হিন্ডারসন। মাটির ২৬ ফুট গভীরে নির্মিত এই বাড়ির মধ্যে রয়েছে কৃত্রিম আকাশ, তারা, দিনের আলো, সূর্যাস্ত, গোধূলি ও অন্ধকারের মতো পরিবেশ। তবে শুধু চাঁদ-তারা-আকাশ নয় দৈন্যন্দিন জীবনের প্রয়োজন মেটানোর জন্য আছে একটি সুইমিং পুল, দুটি বাথটব ও একটি স্টিমবাথ। -সিএনএন
×