ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণি

প্রকাশিত: ০৬:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণি

দ্বিতীয় অধ্যায় (প্রথম পরিচ্ছেদ) প্রস্তুতি-৫ বহুনির্বাচনী-৩০ ১। জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগকে কী বলে (ক) যোগ শাস্ত্র (খ) যোগ সাধনা (গ) যোগ দর্শন (ঘ) যোগাঙ্গ। ২। সন্ন্যাস শব্দের অর্থ কী ? (ক) সম্পূর্ণরূপে ত্যাগ (খ) কর্ম পরিত্যাগ (গ) গৃহ ত্যাগ (ঘ) ভোগাঙ্কাঙ্গা ত্যাগ। ৩। গার্হস্থ্য কলিযুগের জন্য উত্তম আশ্রম কারণ- (র) এর মধ্য থেকে মানুষ সমাজের প্রতি তার কর্তব্য পালন করে (রর) জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতেই মগ্ন থাকেন (ররর) এতে মানুষের জীবন সার্থক ও কল্যাণময় হয় নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪,৫ এবং ৬নং প্রশ্নের উত্তর দাও ঃ গোবিন্দ বাবু একজন সাধারণ গৃহস্থ। সংসারে সন্তান প্রতিপালন ও অর্থ উপর্জন সকল ক্ষেত্রেই তিনি ঈশ্বরে কর্মফল অর্পন করে কর্ম করার চেষ্টা করেন। এটাই তার জীবনের মূল লক্ষ্য। কিন্তু মাঝে মাঝে বৃদ্ধ বয়সে তার ভরণ-পোষণের দায়িত্ব তার সন্তানরা নিবেন কিনা এটা ভেবেও শঙ্কিত হন। ৪। ঈশ্বরে কর্মফল অর্পনে গোবিন্দ বাবুর মূললক্ষ্য ছিল কোনটি ? (ক) জ্ঞান (খ) ভক্তি (গ) মোক্ষ (ঘ) কর্ম। ৫। লক্ষ্য অর্জনে গোবিন্দ বাবুর করণীয়Ñ (র) নিষ্কাম কর্ম (রর) সকাম কর্ম (ররর) আবশ্যিক কর্ম নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৬। গোবিন্দ বাবুর অভীষ্ট লক্ষ্য অর্জিত না হওয়ার কারণ কী ? (ক) বিষয়প্রীতি (খ) সন্তানপ্রীতি (গ) ভবিষ্যৎ নিরাপত্তার চিন্তা (ঘ) ঈশ্বর সাধনায় মনোযোগহীনতা। ৭। আত্মোপলব্ধির জন্য যে মন বা চিত্তের প্রয়োজন- (র) শুদ্ধ (রর) স্থির (ররর) প্রশান্ত। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৮। কারা ঈশ্বরের ভিন্ন ভিন্ন শক্তি বা গুনের অধিকারী? (ক) পুরোহিতগণ (খ) দেব-দেবীগণ (গ) যোগীগণ (ঘ) ধ্যানীগণ। ৯। অবতার ও দেবদেবী একই ঈশ্বরের - (ক) একই প্রকাশ (খ) দ্বিমুখী প্রকাশ (গ) বিভিন্ন প্রকাশ (ঘ) দেহের প্রকাশ। ১০। প্রতিটি আশ্রমের সময়সীমা কত ? (ক) ২০ বছর (খ) ২৫ বছর (গ) ৩০ বছর (ঘ) ৩৫ বছর। ১১। ঈশ্বর কেমন সত্তা? (ক) চৈতন্যময় (খ) অচৈতন্যময় (গ) জড়ময় (ঘ) দেহময় ১২। কিসের মাধ্যমে ভক্ত ভগবানের অনুগ্রহ পেয়ে থাকেন- (ক) সম্পদ (খ) ত্যাগ (গ) তিতিক্ষা (ঘ) ভক্তি। ১৩। যা দ্বারা ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করা যায়- (র) দৃঢ় সংকল্প (রর) অভ্যাস (ররর) পান্ডিত্য। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। যা ত্যাগ করা হচ্ছে সন্ন্যাসের মূল প্রতিপাদ্য- (র) কর্মফলাসক্তি (রর) ভোগাসক্তি (ররর) জীবনাসক্তি। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৫। শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের নাম কী? (ক) কর্মযোগ (খ) জ্ঞানযোগ (গ) ভক্তিযোগ (ঘ) নিষ্কামযোগ। উত্তর ১(খ), ২(ক), ৩(গ), ৪(গ), ৫(ক), ৬(গ), ৭(ঘ), ৮(খ), ৯(গ), ১০(খ), ১১(ক), ১২(ঘ), ১৩(ক), ১৪(ক), ১৫(গ)।
×