ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রেললাইন ঘেঁষে অবৈধ স্থাপনা ॥ ট্রেন চলাচলে ঝুঁকি

প্রকাশিত: ০৭:২৩, ২৪ সেপ্টেম্বর ২০১৭

রেললাইন ঘেঁষে অবৈধ স্থাপনা ॥ ট্রেন চলাচলে ঝুঁকি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ একের পর এক অভিযান পরিচালনা করলেও ভূমি রক্ষা করতে পারছে না। রেললাইনের সর্বনি¤œ ১০ ফুটের মধ্যে কোন ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ হলেও ভূমিদস্যুরা রেললাইন ঘেঁষেই নির্মাণ করেছে অবৈধ দোকানপাট ও বস্তিঘর। রেললাইনকে কেন্দ্র করে অবৈধভাবে গড়ে ওঠা কাঁচাবাজার, গুদামঘর, বিভিন্ন রাজনৈতিক সাইন বোর্ড সর্বস্ব সংগঠনের দফতরসহ দোকানঘর উচ্ছেদে নেমেছে পূর্বাঞ্চলীয় রেলওয়ে। চট্টগ্রামের জানালীহাট স্টেশন এলাকায় রেললাইনকে ঘিরে গড়ে ওঠা প্রায় আ্ড়ই শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় গত বৃহস্পতিবার। পাহাড়তলীর ডিভিশনাল এস্টেট অফিসার ও রেলওয়ে ম্যাজিস্ট্রেট ইশরাত রেজার নেতৃত্বে একটি টিম সাড়ে ৫ ঘণ্টা অভিযানে প্রায় ৮০ কোটি টাকা মূল্যের দেড় একর জায়গা উদ্ধার করেছে। এ ব্যাপারে রেলের ম্যাজিস্ট্রেট ও ভূসম্পত্তি কর্মকর্তা ইসরাত রেজা জনকণ্ঠকে জানান, রেললাইনের উভয়দিকে গুরুত্বের ওপর ভিত্তি করে নক্সা অনুযায়ী কোথাও ১০ ফুট, কোথাও ২০ ফুটের দূরত্বে স্থাপনা তৈরি করা ঝুঁকিপূর্ণ। কিন্তু জানালীহাট স্টেশন এলাকায় অনেকটা রেললাইন ঘেঁষেই তৈরি করা হয়েছে অবৈধ স্থাপনা। উচ্ছেদের আগে লিখিত, মৌখিক এমনকি মাইকিং করেও তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা তা না মানায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযোগ রয়েছে, গত বছরের ১৬ সেপ্টেম্বর দোহাজারী রুটের জানালীহাট স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা ছিল। কিন্তু অবৈধ দখলদার চক্রের অপচেষ্টার কারণে এ উচ্ছেদ অভিযান দীর্ঘ এক বছর বিলম্বিত হয়। একশ্রেণীর ভাসমান ব্যবসায়ীকে কেন্দ্র করে স্টেশন সংলগ্ন এলাকায় গড়ে তুলেছে স্থানীয় প্রভাবশালীরা বাণিজ্যের অন্যতম আখড়া। এছাড়াও চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন, কদমতলী, ষোলশহর স্টেশন, জানালীহাট স্টেশন, সল্টগোলা রেল ক্রসিং, ফৌজদারহাট লেভেল ক্রসিং, পাহাড়তলী সিডিএ মার্কেট রেলগেট, কৈবল্যধাম লেভেল ক্রসিংসহ নগরীসহ প্রায় ১৬টি রেল স্টেশন এলাকায় এ ধরনের অবৈধ স্থাপনা ও বাজার রয়েছে।
×