ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৭:২১, ২৪ সেপ্টেম্বর ২০১৭

কলেজছাত্রী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৩ সেপ্টেম্বর ॥ শেরপুরে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় প্রেমিক শামিম মিয়া এবং তার সহযোগীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। শনিবার দুপুরে নকলা থানার সম্মুখের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা সহপাঠীর ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এর আগে শিক্ষর্থীরা নকলা শহরে একটি বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীদের ওই প্রতিবাদে অংশ নেন কলেজের শিক্ষকরাও। উল্লেখ্য, নকলার বানেশ্বর্দী গ্রামের ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে মেলামেশার পরও সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্য্যদী গ্রামের যুবক শামিম মিয়া তাকে বিয়ে না করায় তার মা বাদী হয়ে ২০ সেপ্টেম্বর বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শামিম মিয়ার বিরুদ্ধে ধর্ষণ এবং পরবর্তীতে আপোস-মীমাংসার নামে মতি ও জিয়া নামে ২ যুবকের সহায়তায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বারি চাঁনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে একটি মামলা দায়ের করে। ভোমরা ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভোমরা স্থলবন্দর মোটরসাইকেল চালক সমিতির অফিসসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাঈল গাজীসহ ১১ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মোটরসাইকেল চালক সমিতির সভাপতি জাকির হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন সদর উপজেলার ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাঈল গাজী, বৈচনা গ্রামের রজব আলীর ছেলে শফিকুল ইসলাম, গয়েশপুর গ্রামের কিনু সরদারের ছেলে সোহরাব হোসেন, শ্রীরামপুর গ্রামের মুধর ছেলে মন্টু, ভোমরার আকবর গাজীর ছেলে এরশাদ আলী, জিয়াদ আলীর ছেলে সুমন হোসেন, লক্ষ্মীদাড়ী গ্রামের মীর আলীর ছেলে মুনসুর আলী, নবাতকাটি গ্রামের সুমন কলু, চৌবাড়িয়া গ্রামের আসমাতুল্লাহর ছেলে সিরাজুল ইসলাম, লক্ষ্মীদাড়ী গ্রামের কেনার ছেলে খোকা ও পদ্মশাখরা গ্রামের জিয়াদ আলীর ছেলে জাহাঙ্গীর । মামলার অভিযোগ, শুক্রবার বেলা ১১টার দিকে ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাঈল গাজী ও তার পোষ্য বাহিনীর ১৫/১৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভোমরা স্থলবন্দর মোটরসাইকেল চালক সমিতির অফিস ভাংচুর করে।
×