ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে অপহরণের দুই মাস পর ছাত্রী উদ্ধার

প্রকাশিত: ০৫:১৯, ২২ সেপ্টেম্বর ২০১৭

কেরানীগঞ্জে অপহরণের দুই মাস পর ছাত্রী উদ্ধার

নিজস্ব সংবাদাতা, কেরানীগঞ্জ, ২১ সেপ্টেম্বর ॥ কেরানীগঞ্জের মডেল থানাধীন তারানগর থেকে অপহৃত রাত্রী চন্দ্র ম-ল (১২) নামে এক ছাত্রীকে উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকার একটি ভাড়া বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। গত ২৮ জুলাই নিজবাড়ি থেকে মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করে পাশের গ্রামের মুসলিম যুবক রাহাত (২৪)। জানা যায়, মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে পিতা প্রদীপ ম-ল ১ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কিন্তু প্রায় ২ মাস অতিবাহিত হলেও তদন্ত কর্মকর্তা মেয়েটিকে উদ্ধার করতে পারছিলেন না। এ অবস্থায় ১৯ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় অনুষ্ঠিত দুর্গাপূজার মতবিনিময় সভায় বিষয়টি এসপির নজরে আনেন ভিকটিমের স্বজনরা। এ সময় পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান এক সপ্তাহের মধ্যে ভিকটিমকে উদ্ধারের আশ্বাস দেন। রূপগঞ্জে ময়লা স্তূপে নারী শ্রমিক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার ময়লার স্তূপের ভেতর থেকে মাকসুদা বেগম (২২) নামে এক স্পিনিং মিলের শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শ্রমিকের ননদ পিয়ারা বেগমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। মাকসুদা বেগম কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার ভাটিভরাটিয়া এলাকার গোলাপ মিয়ার মেয়ে। গত ৬ মাস আগে ময়মনসিংহ জেলার মোহনগঞ্জ উপজেলার গাড়াউল এলাকার জানু মিয়ার ছেলে রাব্বানির সঙ্গে মাকসুদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা স্বামী-স্ত্রী রূপগঞ্জ উপজেলার বরাব এলাকার আব্দুর রশিদের বাড়িতে বসবাস করে আসছেন। মাকসুদা বেগম স্থানীয় ফারিয়া স্পিনিং মিলের অপারেটর হিসেবে কাজ করে আসছিল। আর রাব্বানি রিক্সা চালিয়ে আসছিলেন।
×