ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিষেকে আলো ছড়ালেন রড্রিগুয়েজ

প্রকাশিত: ০৬:০৮, ২১ সেপ্টেম্বর ২০১৭

অভিষেকে আলো ছড়ালেন রড্রিগুয়েজ

স্পোর্টস রিপোর্টার ॥ বেয়ার্ন মিউনিখের হয়ে জার্মান বুন্দেসলিগায় অভিষেকেই আলো ছড়িয়েছেন জেমস রড্রিগুয়েজ। মঙ্গলবার রাতে শালকে জিরো ফোরের বিরুদ্ধে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুই গোল করিয়ে দলের জয়ে সেরা ভূমিকা রেখেছেন কলম্বিয়ার এই এ্যাটাকিং মিডফিল্ডার। তার নৈপুণ্যে বেয়ার্ন ম্যাচটি জিতেছে ৩-০ গোলে। শালকের মাঠে প্রথমেই রড্রিগুয়েজের কল্যাণে পেনাল্টি লাভ করে বেয়ার্ন। পেনাল্টি থেকে গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের লিড পাইয়ে দেন রবার্ট লেভানডোস্কি। এরপর নিজে একটি গোল করার পর তারই দেয়া ক্রস থেকে দলের তৃতীয় গোলটি করেন চিলিয়ান তারকা আর্টুরো ভিদাল। এই জয়ে চলতি আসরে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। লীগের পাঁচ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে বাভারিয়ানরা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের ফের শীর্ষে পৌঁছানোর সুযোগ আছে। যদি তারা হামবুর্গের বিরুদ্ধে নিজেদের ৫ম ম্যাচে জয় পায়। চার ম্যাচ থেকে ইতোমধ্যে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে ডর্টমুন্ড। এ্যাওয়ে ম্যাচের এই জয় বেয়ার্নকে নতুন করে উজ্জীবিত করবে। কারণ ইতোমধ্যে অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ের ইনজুরির কবলে পড়ায় ক্লাবটির মনোবলে কিছুটা চিড় ধরেছে। বাঁ পায়ে অস্ত্রোপচারের কারণে এই ফুটবল তারকা আগামী জানুয়ারি পর্যন্ত মাঠে ফিরতে পারবেন না। নিউয়েরের অনুপস্থিতির কারণে এখন বেয়ার্নের প্রথম একাদশে খেলার সুযোগ পাচ্ছেন সেভেন উলরেইখ। বিকল্প গোলরক্ষক হিসেবে সাইডলাইনে বসে থেকে হতাশ হয়ে পড়া এই গোলরক্ষক আগামী গ্রীষ্মে অন্য ক্লাবে চলে যাওয়ার চিন্তা করছিলেন। ম্যাচ শেষে তিনি বলেন, খুব একটা সহজ না হলেও শেষ পর্যন্ত আমরা কর্তৃত্ব বজায় রাখতে পেরেছি। এটি ঠিক যে নিউয়েরের অনুপস্থিতি তার জন্য এবং দলের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে। আশা করছি তিনি দ্রুত ফিরে আসবেন। মেইঞ্জের বিরুদ্ধে শনিবার ৪-০ গোলে জয় পাওয়া দলটি থেকে ছয়টি পরিবর্তন নিয়ে ম্যাচের একাদশ সাজান বেয়ার্ন কোচ কার্লো আনচেলোত্তি। ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি লাভ করেন রড্রিগুয়েজ। ভিডিও রিপ্লের মাধ্যমে সেটি নিশ্চিত করা হয়। পেনাল্টি থেকে ২৫তম মিনিটে গোল করে বেয়ার্নকে এগিয়ে দেন পোলিশ ফরোয়ার্ড লেভানডোস্কি। এর ফলে পাঁচ ম্যাচ থেকে ব্যক্তিগতভাবে ছয় গোল আদায় করেছেন তিনি। রিয়াল মাদ্রিদ থেকে দুই বছরের জন্য ধারে বেয়ার্নে যোগ দেয়া রড্রিগুয়েজ ২৯ মিনিটে গোল করেন। সতীর্থ কোরেনটিন টোলিসোর পাস থেকে ঠা-া মাথায় লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের ৭৫ মিনিটে রড্রিগুয়েজের রক্ষণছেড়া ক্রসের বল স্বাগতিক দলের জালে জড়িয়ে দেন ভিদাল। ফলে ৩-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় বেয়ার্ন মিউনিখের। ইনজুরির কারণে ম্যাচটি খেলেননি বেয়ার্ন অধিনায়ক নিউয়ের। পায়ের পাতায় বড় ধরনের চোট পাওয়ায় আগামী বছরের জানুয়ারি পর্যন্ত এই জার্মান গোলরক্ষককে মাঠের বাইরে থাকতে হবে বলে নিশ্চিত করেছে বেয়ার্ন মিউনিখ। গত এপ্রিলে ইনজুরিতে পড়ার পর মাত্রই মাঠে ফেরেন নিউয়ের। তবে চলতি সপ্তাহের শুরুতে অনুশীলনের সময় ফের চোটে পড়ে। ছয় মাসেরও কম সময়ের ব্যবধানে আরেকটি ইনজুরি লম্বা সময়ের জন্য নিউয়েরকে মাঠের বাইরে ঠেলে দিল। বেয়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেন, নিউয়ের ফের বড় ধরনের ইনজুরিতে পড়েছে। যেটি তার জন্য খুবই কষ্টদায়ক। অপারেশন ঠিকঠাক সম্পন্ন হয়েছে এবং এটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জানুয়ারিতে নিউয়ের পূর্ণ শক্তিতে ফিরবে।
×