ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বৈঠকের পরদিন মোটা চাল কেজিতে কমেছে ১০-১৪ টাকা

চালের দাম কমেছে

প্রকাশিত: ০৫:১৬, ২১ সেপ্টেম্বর ২০১৭

চালের দাম কমেছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর চালের দাম কমিয়ে দিয়েছে নীলফামারীর ব্যবসায়ীরা। বুধবার জেলার বিভিন্ন হাটবাজারে প্রকার ভেদে মোটা চাল ৪০ টাকা হতে ৪৫ টাকা কেজি দরে এই চাল বিক্রি শুরু হয়। এর আগে ওই চাল ৫০ টাকা হতে ৫৪ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। ফলে কেজিতে ১০ টাকা হতে ১৪ টাকা পর্যন্ত কমল। মঙ্গলবার বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চালের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চালকল মালিক, আমদানিকারক, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় চাল ব্যবসায়ীরা মোটা চালের দাম কমিয়ে দেয়ার আশ্বাস প্রদানের পর তারা বুধবার চালের দাম কমিয়ে দেয়। এ জেলায় চালের কোন সঙ্কট নেই বলেও ব্যবসায়ীরা দাবি করে। ওই সভায় চাল ব্যবসায়ীরা অবৈধ চাল মুজদদারদের বর্তমান প্রেক্ষপটে ব্যাংক হতে সিসি ঋণ প্রদান না করার দাবি করে জানায়, ওই সিসি ঋণের মাধ্যমে সুবিধাভোগী ওই ব্যবসায়ীরা বিভিন্ন স্থলবন্দর হতে চাল ক্রয় করে মজুদ গড়ে বাজারে চালের দাম বৃদ্ধি করছে। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিনুর আলম, জেলা খাদ্যকর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা বলেন, চাল আমদানি, উৎপাদন ও সরবরাহে আগামী তিন মাস চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অনুমোদন দিয়ে বাণিজ্যমন্ত্রী চালের মূল্য কমানোর জন্য বিশাল ছাড় দিয়েছেন। এ জন্য ব্যবসায়ীরা মন্ত্রীকে সাধুবাদ জানান। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, একটি মহল এলাকায় গুজব ছড়িয়ে দেয় ভারত বাংলাদেশে চাল রফতানি বন্ধ করে দিয়েছে। এই মহলটিকে চিহ্নিত করতে হবে। এরাই ব্যাংক হতে সিসি ঋণ নিয়ে ভারত হতে আমদানি করা চাল হিলি ও বুড়িমারী স্থলবন্দর হতে তাদের কব্জায় নিয়ে মজুদ গড়ছে। ওই সব ব্যবসায়ীদের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক হতে সিসি ঋণ প্রদান বন্ধের দাবি করা হয়।
×