ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় মানববন্ধন

মিয়ানমারে জাতিগত নিধন বন্ধের দাবি

প্রকাশিত: ০৪:৪৩, ২১ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারে জাতিগত নিধন বন্ধের দাবি

সংবাদদাতা, ভিয়েনা, অস্ট্রিয়া থেকে ॥ রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান বন্ধের দাবিতে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা থেকে বিকেল ৪টা পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘ দফতরের সামনে প্রবাসী বাঙালীদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়া প্রবাসী বাঙালী কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালী অংশগ্রহণ করেন। মানববন্ধনে এম নজরুল ইসলাম বলেন, ‘মিয়ানমারের রাখাইন এলাকায় সেনাবাহিনী শিশু ও পুরুষদের হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটতরাজ চালাচ্ছে। এই নারকীয় বর্বরতা বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে বিশ্বের শক্তিধর দেশগুলোর কাছে আমরা আহ্বান জানাচ্ছি।’ আণবিক শক্তি সংস্থার অধিবেশন ॥ এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দফতরে সংস্থাটির ৬১তম সাধারণ অধিবেশন ১৮ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়ে আগামীকাল ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনে ২১ সদস্যবিশিষ্ট বাংলাদেশের প্রতিনিধি দল যোগ দিয়েছে। দলের নেতৃত্ব দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। চট্টগ্রামে মুক্তিযুদ্ধের দিনগুলো নিয়ে আড্ডা আজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মুক্তিযুদ্ধের স্মৃতিময় দিনগুলো নিয়ে আজ বৃহস্পতিবার এক আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমা-। নগরীর মোহাম্মদপুর এলাকায় লিভার সোসাইটিতে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ আয়োজনে অংশ নেবেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, সহযোদ্ধা, সুহৃদ, সাংবাদিক বন্ধু এবং সুধীম-লী। মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মোঃ সাহাব উদ্দিন বলেন, জীবনের এক বিশেষ সময়ে আমরা দেশ মাতৃকার প্রয়োজনে জীবনবাজি রেখে যুদ্ধ করেছি। আমাদের লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন। এ যুদ্ধে অংশ নিয়ে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক সাথীকে আমরা পার্থিব জীবন থেকে হারিয়ে ফেলেছি। কিন্তু তাদের স্মৃতি চির অম্লান হয়ে আছে। মুক্তিযুদ্ধের গৌরব গাথার স্মৃতিগুলো পরিবারের সদস্যদের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করে এ অনুষ্ঠানের আয়োজন করেছি।
×