ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নগদ টাকা উপহার চাওয়ায়...

প্রকাশিত: ০৬:১৫, ২০ সেপ্টেম্বর ২০১৭

নগদ টাকা উপহার চাওয়ায়...

বিয়েতে উপহার দেয়ার প্রবণতা প্রাচীনকাল থেকেই ছিল। উপহার হিসেবে নগদ অর্থ দেয়ার চল বহু আগ থেকেই আমরা দেখে এসেছি। তবে বিয়েতে উপহার দেয়া হয় অতিথিদের খেয়ালখুশি মতো। কখনও চাওয়া হয় না। কিন্তু ব্রিটেনের এক নববধূ তার বিয়েতে দাওয়াতপত্রের সঙ্গে উপহারের একটি তালিকা দিয়ে বিপদে পড়ে যান। তাকে নিয়ে সবাই সমালোচনায় মুখর হয়ে ওঠে। তিনি অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠান, আর তাতে লিখে দেন, উপহার হিসেবে যেন নগদ অর্থ দেয়া হয়। এতে অতিথিদের অনেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। এটাকে অত্যন্ত অমার্জিত ও অভদ্র হিসেবে আখ্যায়িত করেন। কেউ কেউ বিয়েতে আসবেন না বলে গোঁ ধরে বসেন। ওই নবদম্পতি বলেন, তারা ঐতিহ্যবাহী উপহার সামগ্রী চাননি। নববধূ বলেন, আমাদের কোন উপহারের দরকার নেই। কিন্তু আমরা অতিথিদের ভালবাসি, আমরা চাই, যেন অতিথিরা বিয়েতে আসেন। সেক্ষেত্রে যদি কোন উপহার দিতে চান, তবে যেন নগদ অর্থ দেয়া হয়। অতিথিদের অনেকে নগদ অর্থ চাওয়াকে অসৌজন্য আচরণ হিসেবে বিবেচনা করে নিন্দা করেছেন। তবে ব্যতিক্রমী আচরণও দেখা গেছে। নগদ অর্থ চাওয়ায় নবদম্পতিকে অভিনন্দনও জানিয়েছেন অনেকে। তারা এ দম্পতির প্রশংসা করে বলেন, এটাই ভাল হয়েছে। যেহেতু উপহার হিসেবে কোন সামগ্রী তাদের পছন্দ নয়, তাই তারা নগদ অর্থ চাইতেই পারেন। এতে অভদ্রতার কিছু নেই। -মেইল অনলাইন
×