ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভিসা জটিলতা

রুবেলকে নিয়ে চিন্তায় বিসিবি

প্রকাশিত: ০৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০১৭

রুবেলকে নিয়ে চিন্তায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলের সবাই এখন দক্ষিণ আফ্রিকায়। শুধু রুবেল হোসেন আছেন দেশে। দলে থেকেও দক্ষিণ আফ্রিকার বিমানে চড়তে পারছেন না। কেন? দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন রুবেলকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার অনুমতি না দেয়ায় এমিরেটস এয়ারলাইন্সও রুবেলকে বিমানে উঠতে দেয়নি। তাই রুবেলের এখনও দক্ষিণ আফ্রিকায় যাওয়া হয়নি। রুবেলকে নিয়ে তাই চিন্তায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দ্রুতই রুবেল যে দক্ষিণ আফ্রিকার বিমানে চড়বেন সেই আশ্বাস দিলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত শনিবার সন্ধ্যায় ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্স কর্তৃপক্ষ রুবেলকে বিমানে তুলতে অস্বীকৃতি জানায়। তাদের দাবি, রুবেল হোসেন নামটি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনের কালো তালিকাভুক্ত। ফলে দেশটির ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র না আসায় তাকে বিমানে তোলা হচ্ছে না। পরে বিমানবন্দর থেকে ফিরে আসেন এ পেসার। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, ‘কোন কোন দেশের নতুন নিয়মানুযায়ী এখন চূড়ান্ত গন্তব্য থেকে ‘ওকে টু বোর্ড’ ছাড়পত্রের দরকার হয় যাত্রীদের। বোর্ডিং পাস দেয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সও সেই ছাড়পত্রটি এনে থাকে। যে কোন কারণেই হোক অন্যদের ছাড়পত্র এলেও আসেনি রুবেলেরটির।’ রুবেলকে নিয়ে মূল সমস্যাটা নামের বিভ্রাট। ‘রুবেল হোসেন’ নামের একজন দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত হয়ে আছেন। এখন ক্রিকেটার রুবেল হোসেনই সেই রুবেল কি না, এ নিয়ে বিভ্রান্তিতে আছেন তারা। সে জন্যই আটকে আছে ছাড়পত্র। বিসিবির ধারণা অন্য কোন রুবেল হোসেন হয়তো কখনও দক্ষিণ আফ্রিকায় কোন অপরাধ করেছেন, যার মাশুল দিতে হচ্ছে ক্রিকেটার রুবেল হোসেনকে। এ নিয়ে আকরাম খান জানান, ‘ওর ভিসা সংক্রান্ত কিছু ভুল হয়েছে। ভুলটা দক্ষিণ আফ্রিকা ভিসা অফিসের। ওর জন্ম তারিখ নিয়ে ঝামেলা হয়েছে। সমস্যার সমাধান হতে আরও দু’একদিন লাগবে।’ রুবেল কেন কাল তালিকাভুক্ত হবে? আকরাম জানান, ‘বাংলাদেশের হয়ে সব জায়গায়ই তো খেলতে গিয়েছে। বললাম তো। যেহেতু গত দুইদিন ওখানে বন্ধ ছিল, সেহেতু দেরি হচ্ছে। ওর সমস্যা সমাধানকল্পে গতকাল (সোমবার) কাজ হয়েছে। আশা করছি আজ-কালের মধ্যে সমাধান হয়ে যাবে। আর সমাধান তো হতেই হবে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং তাকে বাংলাদেশের দরকার আছে। একটা ভুল বোঝাবুঝি হলে ওকে তো আমরা বঞ্চিত করতে পারি না।’
×