ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে দেড় শ’ গণসংগঠন নিয়ে নতুন বাম জোট

প্রকাশিত: ০৩:৩২, ২০ সেপ্টেম্বর ২০১৭

ভারতে দেড় শ’ গণসংগঠন নিয়ে নতুন বাম জোট

ভারতে বাম ছাত্র সংগঠনগুলোর সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে কৃষক, শ্রমিক ও অন্য গণসংগঠনের নেতারা তাদের কর্ম-পরিকল্পনা ঠিক করছেন। তারা মোদি বিরোধী বাম জোট তৈরি করেছেন, যেখানে অন্তত দেড় শ’ গণসংগঠন একত্রিত হয়েছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এ বছর একটি দল বাদে বাকি বাম ছাত্র সংগঠনগুলো জোট বেঁধেছিল। সেই জোটের কাছে পর্যুদস্তু হয়েছে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি। সেই সাফল্য অনুসরণ করেই এ বার নরেন্দ্র মোদি সরকারের ‘জনবিরোধী’ নীতির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন শুরু করছে ছয়টি বাম দলের গণসংগঠন। সিপিএম, সিপিআই, সিপিআই (এম-এল), ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও এসইউসির গণসংগঠনগুলিকে নিয়ে তৈরি হয়েছে জোট। তাদের সঙ্গে যোগ দিয়েছে আরও একাধিক গণসংগঠন। ‘জন একতা জন অধিকার আন্দোলন’ নামের ওই মঞ্চে সংগঠনের সংখ্যা বাড়তে বাড়তে দেড় শ’ ছাড়িয়ে গিয়েছে বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার। সম্মেলনের মঞ্চ থেকে সোমবার এই জোটের জন্য নরেন্দ্র মোদিকেই ধন্যবাদ জানিয়েছেন বাম নেতারা। তাদের যুক্তি, নোট বাতিলের মতো ভুল নীতির ফলে শ্রমিক-নিম্ন মধ্যবিত্তের ওপর আঘাত না এলে, গোরক্ষক বাহিনীর তান্ডবে গ্রামীণ অর্থনীতি বেসামাল না হলে, ধর্মনিরপেক্ষতা-বাক স্বাধীনতার ওপর আঘাত না এলে এ ভাবে এই জোট সম্ভব হতো না। সম্মেলনে ঠিক হয়েছে, প্রাথমিকভাবে ৩০ অক্টোবর প্রতিটি জেলায় মশাল মিছিল হবে। তার পর সংসদের শীতকালীন অধিবেশনের সময় ৯ নবেম্বর থেকে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো। ২০ নবেম্বর কৃষক সংগঠনগুলো সংসদ অভিযান করবে। মোদি সরকারের বিরুদ্ধে সকল ক্ষোভকে এক সুরে বাঁধাটাই বাম নেতাদের প্রধান উদ্দেশ্য। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি থেকে কৃষকদের দুর্দশা, গোরক্ষক বাহিনীর তা-বে চাষি ও পশু ব্যবসায়ীদের হেনস্থা, সংখ্যালঘু-দলিতদের উপর অত্যাচার থেকে গোবিন্দ পানসারে-গৌরী লঙ্কেশ হত্যার মতো বিভিন্ন বিষয় নিয়ে যে সব সংগঠনগুলো আন্দোলন করছে, তারা এক মঞ্চে আসায় উচ্ছ্বসিত বাম নেতৃত্ব। এই ধরনের জোট অভূতপূর্ব। কারণ এর আগে হয় কৃষক সংগঠনগুলো জোট হয়েছে অথবা শ্রমিক সংগঠন একজোট হয়েছে। কিন্তু ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংস্কৃতিক, নারী অধিকার থেকে দলিত, সংখ্যালঘু, পরিবেশবাদীদের মতো এত সংগঠন এক মঞ্চে আগে আসেনি।
×