ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরণার্থীদের আশ্রয় দেয়ার সুনির্দিষ্ট নীতিমালা চেয়ে রিট

প্রকাশিত: ০৭:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০১৭

শরণার্থীদের আশ্রয় দেয়ার সুনির্দিষ্ট নীতিমালা চেয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অন্যদিকে নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে সুষ্ঠুভাবে ও সমহারে ত্রাণ বিতরণের জন্য অবিলম্বে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন আইনজীবী তানজিম আল ইসলাম। চলতি সপ্তাহে অবকাশকালীন যেকোন বেঞ্চে বিষয়টি শুনানি হতে পারে বলেও জানিয়েছেন রিটকারী আইনজীবী। রিটের পক্ষে শুনানি করবেন আইনজীবী রাশিদুল হক খোকন। ত্রাণ বিতরণে সেনাবাহিনী মোতায়েন দাবি নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা ক্যাম্পে সুষ্ঠুভাবে ও সমহারে ত্রাণ বিতরণের জন্য অবিলম্বে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি। রবিবার আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এ সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন। সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
×