ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ দিন ধরে বাড়ির আঙ্গিনায় প্রবাসীর লাশ!

প্রকাশিত: ০৭:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০১৭

পাঁচ দিন ধরে বাড়ির আঙ্গিনায় প্রবাসীর লাশ!

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শেষ গোসল হয়ে গেছে। খোঁড়া হয়েছে কবর। তার পরও টানা ৫ দিন ধরে লাশ পড়ে আছে মাটির ওপর! বাড়ির আঙ্গিনায় শোকার্ত স্বজনরা লাশ নিয়ে বসে আছেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের টি-ঘর গ্রামের। বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, মালয়েশিয়ায় মৃত্যুবরণকারী প্রবাসী সেলিম মিয়া ৩ পুত্র ১ কন্যার জনক। লাশের পরিবহন খরচ মেটাতে না পারায় দাফন হয়নি হতভাগ্য সেলিম মিয়ার। তার স্ত্রী সালেহা বেগম জানান, স্বামী ৯ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। গত ৩১ আগস্ট সেখানে তার আকস্মিক মৃত্যু হয়। ৮ সেপ্টেম্বর সেলিম মিয়ার লাশ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনরা লাশ দাফনের সকল প্রক্রিয়া সম্পন্ন করেন। কিন্তু এ সময় মালয়েশিয়া থেকে তার প্রতিবেশী করম আলী দাফনের আগে বিদেশ থেকে লাশ পরিবহন বাবদ খরচ হওয়া ৩ লাখ টাকা প্রদান করতে বলেন। স্থানীয় জনপ্রতিনিধির কাছে মুঠোফোনে টাকা পরিশোধের পর লাশ দাফন করতে বলেন। এতে বিপাকে পড়ে প্রবাসীর পরিবার। তারা বাড়ির আঙ্গিনায় লাশ নিয়ে দাফনের প্রহর গুনছেন। ইতোমধ্যে লাশের বিভিন্ন অংশে পচন ধরতে শুরু করেছে। শরীরে পোকা ধরেছে। প্রবাসী করম আলীর স্ত্রী আলেয়া বেগম লাশ আনতে ৩ লাখ টাকা খরচ হবার কথা স্বীকার করেন। তবে দাফনে বাধা দেয়ার বিষয়টি অস্বীকার করেন। মঙ্গলবার বিকেলে লাশ দাফনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দাফন না হওয়ার বিষয়টি মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, লাশ দাফন না করে আটকে রাখার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা হবে। লাশের অবমাননার ঘটনায় পুলিশ মামলা নেবে।
×