ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউনূসের নীরব ভূমিকায় সন্দেহ চুমকির

প্রকাশিত: ০৫:২৪, ১৩ সেপ্টেম্বর ২০১৭

ইউনূসের নীরব ভূমিকায় সন্দেহ চুমকির

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা ইস্যুতে ড. মোঃ ইউনূসের নীরব ভূমিকা সন্দেহজনক বলে মনে করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেছেন, পশ্চিমা বিশ্ব ড. ইউনূসকে নিয়ে এত মাতামাতি করে কিন্তু আজ যখন সারা বিশ্বের নোবেল বিজয়ীরা রোহিঙ্গা হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ করছে সেই মুুহূর্তে ড. ইউনূস রহস্যজনকভাবে নিশ্চুপ রয়েছেন। তিনি কেন ছুটে গেলেন না রোহিঙ্গাদের কাছে। তিনি কেন আউং সান সুচিকে ফোন করলেন না? তার সঙ্গে আউং সান সুচির কোন আঁতাত আছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জের সকল মসজিদের ইমাম ও মুসলিম ধর্মীয় নেতাদের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন মেহের আফরোজ চুমকি। তিনি আরও বলেন, সুইডেনের নোবেল কমিটি নোবেলের জন্য ভুল মানুষকে নির্বাচন করেছিলেন। প্রতিমন্ত্রী আউং সান সুচি ও ড. ইউনূসের নোবেল পদক প্রত্যাহার করে নেয়ার জন্য নোবেল কমিটিকে আহ্বান জানান। এ সময় প্রতিমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গা নিধনের তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীকে এ নিধনের প্রতিবাদ জানান। প্রতিমন্ত্রী বলেন, এক সময় অপপ্রচার ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ হিন্দু রাষ্ট্র হবে, মসজিদে উলুধ্বনী উঠবে। কিন্তু এই অপপ্রচার আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। ইসলামের সঠিক ব্যাখ্যা ও ভুল বোঝাবুঝি দূর করার জন্যই বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে ৪২ হাজার ইমামকে প্রশিক্ষণ প্রদান করেছে। তাছাড়া প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কামিল ও দাওরা হাদিসকে মাস্টাসের্র সমমান দিয়েছে। কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলার ইমাম পরিষদের সভাপতি মুফতি আবুল বাসার, সাধারণ সম্পাদক মাওলানা নূরুল আমিন ও বিশিষ্ট ধর্মীয় নেতা মাওলানা মোঃ আব্দুল হানিফ প্রমুখ।
×