ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাঈদীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনালে

প্রকাশিত: ০৫:০৭, ১৩ সেপ্টেম্বর ২০১৭

সাঈদীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনালে

বিকাশ দত্ত ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদ- বহাল রেখে সাত পৃষ্ঠার রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছে। গত ১৫ মে দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষ এবং সাজা থেকে খালাস চেয়ে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি শেষে দুই আবেদন খারিজ করে এ রায় প্রদান করেন আপীল বিভাগ। ফলে আপীল বিভাগের দেয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদ-ই বহাল থাকে। এখন স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত বাকি জীবন কারাগারেই কাটাতে হবে প্রায় সাড়ে ৭৭ বছর বয়সী যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে। রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের করা রিভিউ শুনানি শেষে ১৫ জুলাই প্রধান বিচারপতি সুরন্দ্রে কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট আপীল বিভাগের বেঞ্চ এই রায় দেয়। বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়জে সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (জেলা জজ) মোঃ সেলিম মিয়া জনকণ্ঠকে বলেন, আমি মঙ্গলবার দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়েছি। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও জেয়াদ আল মালুম বলেন, রিভিউয়ের রায় আমরা পেয়েছি। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আবেদন খারিজ হয়ে যাওয়ার ফলে আপীল বিভাগের দেয়া আমৃত্যু কারাদ-ই এখন বহাল রয়েছে। এখন আসামিকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে। এদিকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরেও তা সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে দেয়া হয়নি। নিয়মানুয়ায়ী রায় প্রদানকারী বিচারপতিগণ স্বাক্ষরের পর পরই তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ বিষয়ে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী জনকণ্ঠকে বলেন, আমরা এ রায়ের হার্ডকপি ঈদের আগেই সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছি। ছুটির কারণে তা ওয়েবসাইটে দেয়া হয়নি। আজকেই রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে দেয়া হবে। উল্লেখ্য, সুপ্রীমকোর্টের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-১) স্বপন বিকাশ বড়ুয়ার ৩১ আগস্ট স্বাক্ষরিত রায়ের অনুলিপিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের হস্তগত হয় ১২ সেপ্টেম্বর। আপীল বিভাগে দেলাওয়ার হোসাইন সাঈদীর খালাস চেয়ে তার পক্ষে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং তার মৃত্যুদ- চেয়ে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। এই মামলা নিয়ে আপীল বিভাগে ৭টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো আর আপীলে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১৮টি মামলা। এর সাতটি রায়ের মধ্যে ৬টিতে জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ও জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর হয়েছে। আপীল বিভাগ চূড়ান্ত রিভিউয়ের রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা আমৃত্যু কারাদ- বহাল রাখা হয়েছে। শুনানি চলার মধ্যেই মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের মৃত্যু হওয়ায় তাদের আপীলের নিষ্পত্তি হয়ে গেছে।
×