ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারকে সহায়তা বন্ধের ঘোষণা জার্মানির

প্রকাশিত: ০৭:৩৩, ১২ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারকে সহায়তা বন্ধের ঘোষণা জার্মানির

জনকন্ঠ ডেস্ক ॥ মিয়ানমারে চলমান সহিংসতার কারণে উদ্বেগ প্রকাশ করে দেশটির বেশ কিছু খাতে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। সোমবার জার্মানির উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। খবর ওয়াশিংটন পোস্টের। জার্মানির উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যাথরিনা মায়েজ বলেন, মিয়ানমারে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, চিকিৎসাসেবাসহ বেশ কয়েকটি খাতে সহায়তা করে আসছিল জার্মানি। যেসব অঞ্চলে সহিংসতা চলছে সেখানে এই সহায়তা কার্যক্রম বন্ধ রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ হলে আবার এই সহায়তা কার্যক্রম দ্রুত চালু করা হবে। জার্মানির আরেক সরকারি মুখপাত্র স্টিফেন সেইবার্ট বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সহিংসতার ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নোবেল বিজয়ী নেত্রী আউং সান সুচিকে সহিংসতা বন্ধের পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি। রোহিঙ্গা নির্যাতনের নিন্দায় মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেরে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ)। সোমবার ওয়াশিংটনের অফিসের এক বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান ড্যানিয়েল মার্ক রোহিঙ্গা নির্যাতনকে মানবিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন। বিবৃতিতে তিনি আরও বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী শত শত রোহিঙ্গাকে হত্যা করেছে। তিন লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এটা একটি মানবিক দুর্যোগ। তিনি বার্মার রাখাইনের নিরাপত্তা বাহিনী কর্তৃক এই নির্যাতন বন্ধে মিয়ানমারের নেত্রী আউং সান সুচিকে আহ্বান জানিয়েছেন।
×