ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিবের ছুটি মঞ্জুর করল বিসিবি

প্রকাশিত: ০৫:০১, ১২ সেপ্টেম্বর ২০১৭

সাকিবের ছুটি মঞ্জুর করল বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠে ক্রিকেটীয় চাপ তো আছেই। সেই সঙ্গে আছে প্রত্যাশার চাপ, একইসঙ্গে ব্যাট ও বল হাতে দারুণ কিছু করে দেখানোর চাপ। ক্রিকেটের তিন ফরমেটেই সাকিব আল হাসানের ওপর নির্ভরশীল বাংলাদেশ ক্রিকেট দল। নিয়মিতই এ তিন ফরমেটেই বিশ্বসেরা এ অলরাউন্ডার ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছেন। তাই বিসিবির কাছে ৬ মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম চেয়ে চিঠি লিখেছিলেন সাকিব। বিষয়টি গুরুত্বের সঙ্গেই নিয়েছে বিসিবি। আর সে কারণেই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়নি সাকিবকে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন সাকিব ইচ্ছা করলেই সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। সেক্ষেত্রে তাকে স্কোয়াডে যোগ করা হবে। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বশেষ খেলেননি সাকিব। কিন্তু এরপর থেকে টানা খেলে গেছেন দেশের হয়ে তিন ফরমেটেই। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন এবং এর সঙ্গে আবার বিশ্বব্যাপী বিভিন্ন আসরে খেলার ধকল তো আছেই। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলার পরই বিশ্রামের আবেদন করেন। বিসিবি এ বিষয়টি গুরুত্বের সঙ্গেই নেয়। এ বিষয়ে নান্নু বলেন, ‘আমরা সাকিবের এ চাওয়াটাকে মর্যাদা দিয়েছি। সাকিবের যে ব্যাপারটা, সে ছুটি চেয়েছে বোর্ডের কাছে, বোর্ডও মঞ্জুর করেছে। সে অনেক দিন ধরেই সব ফরমেটে খেলছে। তো ওর বিশ্রামও দরকার। ও মানসিকভাবে এখন শক্ত নয়। তাই বিশ্রাম চেয়েছে। ওকে না পাওয়াতে আমরা তো ব্যাকফুটে থাকবই। এটা মানিয়ে চলতে হবে।’ কিন্তু সাকিবের মতো একজন কার্যকর অলরাউন্ডার দলে না থাকা মানে বিরাট শূন্যতার সৃষ্টি হওয়া। কারণ, একাই একজন নির্ভরযোগ্য বোলার এবং মিডলঅর্ডারের আস্থা রাখার মতো ব্যাটসম্যান তিনি। সেই অভাব পূরণ করতে ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এবং দক্ষিণ আফ্রিকার পেসবান্ধব কন্ডিশনেও বাঁহাতি স্পিনার হিসেবে তাইজুল ইসলামকে রেখে দেয়া হয়েছে। এ বিষয়ে নান্নু বলেন, ‘ও তো বিশ্বে সব জায়গায় খেলছে। কিন্তু লম্বা বিরতি সে পায়নি। দুই টেস্টের জন্য তাই তাকে বিরতি দিয়েছি। সে হয় তো এরপরই বা একটা টেস্ট শেষেই দলের সঙ্গে যোগ দেবে। আমরা আশাবাদী সে দ্রুত ফিরবে। সে আমাদের সেরা ক্রিকেটার। সাকিবের জায়গায় একজন অতিরিক্ত স্পিনার নিয়েছি। আমাদের পরিকল্পনা ছিল ৫ পেসারের সঙ্গে সাকিব ও মিরাজ থাকবে। যেহেতু সাকিব নাই, সেহেতু আমরা তাইজুলকে যোগ করেছি।’ কিন্তু সাকিবের মতো ক্রিকেটারের জন্য তিন ফরমেটের যেকোনটিতে স্কোয়াড তো ফাঁকাই, এমনকি একাদশে খেলার ক্ষেত্রেও বিন্দুমাত্র সমস্যা নেই। এ বিষয়ে নান্নু বলেন, ‘আপনারা জানেন যে, সাকিব আল হাসান ছুটি চেয়েছেন। এ জন্য দুই টেস্টে দলে তাকে রাখা হয়নি। তবে ও যদি ভাল বোধ করে তবে দলের সঙ্গে যোগ দিতে পারে।’ এ বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও। তিনি জানান ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে নিশ্চিতভাবেই খেলছেন না সাকিব। কিন্তু ৬ অক্টোবর দ্বিতীয় টেস্টে চাইলেই ফিরতে পারেন তিনি।
×