ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর

প্রকাশিত: ০৪:২৮, ১২ সেপ্টেম্বর ২০১৭

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর

মোহাম্মদ জাহাঙ্গীর সম্প্রতি রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৯০ সালে অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। তিনি ইতিপূর্বে উপ-মহাব্যবস্থাপক হিসেবে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ ও ঢাকা সেন্ট্রাল জোনের দায়িত্ব সফলতার সহিত পালন করেন। অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে সফলতার সঙ্গে বিভিন্ন শাখার শাখাপ্রধান ছাড়াও তথ্যপ্রযুক্তি বিভাগ, অল্টারনেট ব্যাংকিং বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৮ কোটি টাকা দিল জ্বালানি বিভাগ স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোমবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ আট কোটি চার লাখ টাকা অনুদান দিয়েছে। বন্যার্তদের সহায়তা করার জন্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন দফতর ও সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন থেকে এ অর্থ প্রদান করা হয়। এর আগে বিদ্যুত বিভাগ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৬ কোটি ৫৯ লাখ টাকা দিয়েছিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম। বাপবি বোর্ডের গ্রাহক সংখ্যা ১ কোটি ৯৮ লাখ ছাড়িয়েছে প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুত সংযোগপ্রত্যাশী ৯০ শতাংশ পরিবারের মাঝে বিদ্যুত সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের আলোকিত বাংলাদেশ গড়তে ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুত’- এ স্লোগান ধারণ করে আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে সোনার বাংলা গড়তে প্রতি মাসে নতুন লাইন নির্মাণ এবং বিদ্যুত সংযোগের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সারাদেশে ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে।
×