ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংসদে আনিসুল

বন্যা পুনর্বাসনে ব্যয় হবে ৯১৭ কোটি

প্রকাশিত: ০৪:১৯, ১২ সেপ্টেম্বর ২০১৭

বন্যা পুনর্বাসনে ব্যয় হবে ৯১৭ কোটি

সংসদ রিপোর্টার ॥ চলতি বছরের বন্যায় ৬৫৩ কিলোমিটার বাঁধ ও নদীর তীর সংরক্ষণ কাজ এবং ৫৮টি পানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সম্ভাব্য পুনর্বাসন ব্যয় ৯১৭ কোটি টাকা। জরুরীভিত্তিতে বাঁধ মেরামত ও ভাঙ্গন ঠেকানোর জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এক্ষেত্রে প্রয়োজনমতো বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নেয়া হচ্ছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে সরকারদলীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি জানান, চলতি বছরে বাংলাদেশের অভ্যন্তরে ও উজানে সীমান্তসংলগ্ন ভারতীয় এলাকাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার, পুনর্ভবা, আত্রাই, ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তরাঞ্চলীয় জেলাসমূহে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। অপরদিকে মৌসুমি বায়ুর প্রভাবে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে মেঘনা অববাহিকায় সুরমা-কুশিয়ারাসহ অন্যান্য নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী অববাহিকাসংলগ্ন নিম্নাঞ্চল ও বাঁধের বাইরে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। মন্ত্রী আরও জানান, চলতি বছরের বন্যায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, নদীর তীর সংরক্ষণ কাজসহ অন্য পানি নিয়ন্ত্রণ অবকাঠামোসমূহের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও অবকাঠামো সাময়িক মেরামত ও বাঁধ রক্ষায় জরুরী আপদকালীন কাজ চলমান রয়েছে। সমগ্র বাংলাদেশে প্রায় ৪৪ কোটি টাকার জরুরী আপদকালীন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এছাড়া বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত বাঁধ, নদীর পাড় ও অন্যান্য অবকাঠামোর মেরামত ও পুনর্বাসন কার্যক্রম পুরোদমে শুরু করা সম্ভব হবে। সরকারী দলের অপর সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, পানিসম্পদের উন্নয়নকল্পে সরকারী-বেসরকারী অংশীদারিত্বের ভিত্তিতে কোন পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তবে চট্টগ্রামের কর্ণফুলী নদীকে ঘিরে পানিসম্পদ মন্ত্রণালয় একটি পরিকল্পনা গ্রহণ করেছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জোয়ার-ভাটাসংবলিত কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত ২৮টি খালের ওপর ৯টি পাম্প হাউসসহ ২৮টি সøুইসগেট নির্মাণের প্রস্তাবনা প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী নদীর ডান তীরসংলগ্ন ২৫০ কিলোমিটার খাল পুনঃখনন/ড্রেজিংয়ের প্রস্তাবনাও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত মেয়াদ ২০১৭ সালে জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত।
×