ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মিটফোর্ড থেকে অপহৃত শিশু হাসিবকে ১৫ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত: ০৮:০৭, ১১ সেপ্টেম্বর ২০১৭

মিটফোর্ড থেকে অপহৃত শিশু হাসিবকে ১৫ ঘণ্টা পর উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে অপহৃত আড়াই বছরের শিশু হাসিবকে উদ্ধার করা হয়েছে। এ সময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে হাতিরঝিলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। অন্যদিকে কোতোয়ালিতে বিস্ফোরকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে অপহৃত আড়াই বছরের শিশু হাসিবকে ১৫ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অপহরণকারীরা হচ্ছে- মোঃ আনোয়ার হোসেন (৪০) ও তার স্ত্রী অহিদা বেগম ওরফে কুট্টি (৩০) ও তাদের পালক পুত্র শাহিন (২২)। রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোঃ ইব্রাহিম খান জানান। ডিসি ইব্রাহিম জানান, রবিবার ভোরেরদিকে নারায়ণগঞ্জের একটি বাসা থেকে অপহৃত আড়াই বছর বয়সী হাসিবকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তা স্বীকারও করেছে। ডিসি ইব্রাহিম খান জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মোঃ ইউসুফ আলীসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিনতাইকারীর হাতে পুলিশ সদস্য আহত রাজধানীর হাতিরঝিলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাইয়ুম সরকার (২৭) নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানায়, কাইয়ুম সরকার একজন পুলিশ সদস্য। গুলশান সেঞ্চারীতে কর্মরত ছিলেন। তিনি জানান, রবিবার ভোরেরদিকে হাতিরঝিল রেডক্রিসেন্ট সোসাইটির গেটের সামনে তিনি আহত অবস্থায় পরে ছিল। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসকার জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫০ কেজি বিস্ফোরকদ্রব্যসহ একজন গ্রেফতার পুরান ঢাকার কোতোয়ালিতে বিস্ফোরকদ্রব্যসহ স্বপন কুমার নন্দী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
×