ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালের ক্যান্টিনে পচা মুরগি, তোলপাড়

প্রকাশিত: ০৫:১০, ৯ সেপ্টেম্বর ২০১৭

বঙ্গবন্ধু মেডিক্যালের ক্যান্টিনে পচা মুরগি, তোলপাড়

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিএসসি ক্যান্টিনের রান্নাঘরের ফ্রিজে বস্তাভর্তি ‘পচা মুরগি’ মজুদের ঘটনা ফাঁস হওয়ায় তোলপাড় চলছে। ফলে ক্যান্টিনটি বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে খাবারের সময় কয়েকজন চিকিৎসক ক্যান্টিনের একজন বেয়ারাকে পেছনের দরজা দিয়ে বস্তায় কিছু একটা নিয়ে রান্নাঘরে প্রবেশ করতে দেখেন। এ সময় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে চিকিৎসকরা খাওয়া বন্ধ রাখতে বাধ্য হন। কারও কারও বমির উদ্রেকও হয়। ক্যান্টিন সুপারভাইজার জাহিদের কাছে বস্তায় কী রয়েছে চিকিৎসকরা জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার অপচেষ্টা করেন। তবে কয়েকজন চিকিৎসক ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে দেখতে পান, কর্মচারীরা বস্তা থেকে মুরগি নামিয়ে ফ্রিজে রাখছে। সেখান থেকেই এ বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পান। পরে পচা মুরগির মাংস ফেলে দেয়ার পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন ও প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ক্যান্টিনটি বন্ধ রাখার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বিএসএমএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ আসাদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তিনি ও ডেপুটি প্রক্টর শেখ আবদুল্লাহ আল মামুন এবং টিএসসি ক্যান্টিন কমিটির সেক্রেটারি অধ্যাপক ডাঃ আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। তবে শুক্রবার ছুটির দিন থাকায় শনিবার অভিযোগ তদন্ত করে ক্যান্টিন পরিচালনার জন্য নতুন কাউকে নির্বাচন এবং তদন্তে পচা মুরগির মাংস মজুদের অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান ও তদারকির দাবি জানিয়েছেন ক্যান্টিনটির ক্রেতাসাধারণ।
×