ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৫:৪৫, ৮ সেপ্টেম্বর ২০১৭

টুকরো-খবর

বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৭ সেপ্টেম্বর ॥ শ্রীবরদীতে ঢেউপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ বিপর্যয়করণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধনে সিঙ্গাবরুনা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত লোকজনসহ স্থানীয় বাবেলাকোনা, চান্দাপাড়া, হারিয়াকোনা এলাকার সচেতন নাগরিকরা অংশ নেন। ওই সময় বক্তব্য রাখেনÑ মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র মান্দা, ইউপি সদস্য আজিজল হক, ছাত্রনেতা উন্নয়ন ম্রং, আনসের দালবৎ, গারো ছাত্র সংগঠনের উপজেলা শাখার সভাপতি জীবন ম্রং, কাজল মারাক প্রমুখ। বক্তারা ঢেউপা নদী থেকে বালু উত্তোলনে বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়সহ এলাকার ক্ষতিকর দিকগুলো তুলে ধরে স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। ওই সময় তিনি ঢেউপা নদী থেকে বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেন। বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ির ছয় গ্রামে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়েছে। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বিদ্যুত বিভাগের গাফিলতিতে ছয় গ্রামের কোরবানির মাংস বিনষ্ট হচ্ছে। টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ বেতকা, খিলপাড়া, আংশিক চাংগুরী, নোয়াদ্দা, আউটশাহী, পূর্ব আউটশাহী, গ্রামের এবং দক্ষিণ বেতকা নতুন বাজারসহ সরকার টঙ্গীবাড়ি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত করলেও উক্ত গ্রামগুলোতে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা বিদুত থাকে না। যে কারণে প্রায় সব বাড়ির ফ্রিজের কোরবানির মাংস পচে গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার দক্ষিণ বেতকা নতুন বাজারে এক প্রতিবাদ সভা হয়। বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাগজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেনÑ আলী হোসেন মেম্বার, আবদুল হালিম বেপারি, মিলন বাগজা, মোবারক শেখ, আলাউদ্দিন বেপারি প্রমুখ। বক্তারা জানান, বিদ্যুত না থাকায় তাদের সন্তানদের পড়াশোনার মারাত্মক ক্ষতি ছাড়াও নানা সমস্যা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুত স্বাভাবিক না হলে আন্দোলন ও আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসী। স্কুলছাত্রীর শ্লীলতাহানি ॥ দুই বখাটের দন্ড- স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় দুই বখাটে যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের সাজা দেয়া হয়। এরপর দুপুরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্তরা হলো, জেলার পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের মুক্তার আলীর ছেলে মনিরুল ইসলাম ও একই উপজেলার তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ। পুলিশ জানান, বুধবার গভীর রাতে সবার অগোচরে বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণীর ওই স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে মনিরুল ইসলাম ও শাকিল আহম্মেদ। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে। এ সময় তাদের দু’জনকে হাতেনাতে ধরে থানায় খবর দেয়া হয়। রাতেই পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ট্রেনের ধাক্কায় শিশু নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ট্রেনের ধাক্কায় টোকাই এক শিশু নিহত হয়েছে। আনুমানিক ১২ বছর বয়সের নিহত ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল রেলস্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় (পূবাইল-টঙ্গী রেললাইনের অংশে) ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে বৃহস্পতিবার ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরনে ঘিয়ে রংয়ের ফুলপ্যান্ট রয়েছে। পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুরের গোপালপুর এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের নির্দেশে পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত মাছচাষীর। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষী আব্দুল কাদের মন্ডল। জানা গেছে, উপজেলার গোপালপুর মৌজার একটি পুকুর গত ১৫ থেকে ২০ বছর ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে লিজ নিয়ে ভোগ দখল করছিলেন ওই এলাকার ইয়াকুব আলী নামের এক ব্যক্তি। ওই পুকুরে তার নিজ নামে রয়েছে ৫৫ শতাংশ জমি। এছাড়া সরকারী খাস জমি রয়েছে ১ একর ১১ শতাংশ জমি। ইয়াকুব আলীর কাছ থেকে ওই পুকুরটি ৫ বছরের জন্য সাব-লিজ নেন আব্দুল কাদের ম-ল। এরপর তিনি ওই এলাকার আব্দুল গফুর নামের এক ব্যক্তিকে পুকুরটি দেখভালের দায়িত্ব দেন। কিন্তু গোপালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আহাদ আলী, সান্টু, নান্টু, আব্দুল মফিজ, নাজমুল, কাজীমুদ্দিন, নজীর ও আমজাদসহ ১০/১৫ জন ব্যক্তি ওই পুকুরটি লিজ ছাড়াই ভোগ দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। সর্বশেষ বুধবার রাতে তারা ওই পুকুরটিতে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। মন্দিরে হামলা, ভাংচুর ॥ আটক ২ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আশাশুনিতে ৫টি প্রতিমা ভাংচুর করা হয়েছে। এ সময় কমপক্ষে ৬ জনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার গভীর রাতে আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে । ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেনের নেতৃতে এই হামলা ও ভাংচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। হামলায় আহতরা হলেন, পলাশ ঘোষ, উজ্জল ঘোষ, বাবুলাল ঘোষ, কালিপদ ঘোষ, সুমন ঘোষ ও সুকুমার ঘোষ। এ ঘটনায় পুলিশ শাহরিয়ার ও চঞ্চল নামের দুই যবুককে আটক করেছে। তবে জেলা পরিষদের সদস্য প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।
×