ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কুমিরা-গুপ্তছড়া ঘাটে উপজাতিদের আনাগোনা বাড়ছে

প্রকাশিত: ০৫:১৮, ৮ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে কুমিরা-গুপ্তছড়া ঘাটে উপজাতিদের আনাগোনা বাড়ছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া ঘাটে উপজাতীয়দের আনাগোনা বেড়েছে। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের পর চট্টগ্রাম থেকে সন্দ্বীপগামী এ ঘাটে উপজাতীয়দের অবস্থান নিয়ে শঙ্কিত এলাকাবাসী। ঘণ্টার পর ঘণ্টা উপজাতীয় তরুণরা পর্যটকের বেশে এ ঘাটে অবস্থান নিয়ে নিজেদের ভাষায় কথোপকথনে ব্যস্ত থাকছে। ফলে স্থানীয়দের সন্দেহের তীর রোহিঙ্গাদের দিকে। স্থানীয়দের অভিযোগ এদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে এরা বাংলা ভাষা বোঝে না এমন একটা ভাব দেখাচ্ছে। ফলে সন্দেহের মাত্রা দানা বাঁধছে, এরা রোহিঙ্গা জনগোষ্ঠী কিনা বা সন্দ্বীপে পাড়ি জমানোর চেষ্টা করছে কিনা। অভিযোগ রয়েছে, সকাল থেকেই উপজাতীয়দের আনাগোনায় কুমিরা ও আশপাশ এলাকার মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে। কারণ এরা দল বেঁধে ঘাটের রেলিংয়ের ওপর বসে আড্ডা মারে ঘণ্টার পর ঘণ্টা। আবার অনেক সময় ঘাটে পায়চারি করছে। এরা যে ভাষায় কথা বলে তা আবার কুমিরা ও বাড়বকু- এলাকার উপজাতীয়দের সঙ্গে মিলছে না। ফলে তারা কি নিয়ে বা কোন বিষয়ে কথা বলছে তা বুঝতে পারছেন না স্থানীয়রা। আবার এসব তরুণরা পোশাক পরিচ্ছদের খুবই স্মার্ট। ফলে স্থানীয়দের সন্দেহটা অনেক বেশি। জানা গেছে, কুমিরা ও বাড়বকু- এলাকার পাহাড়ে যেসব উপজাতীয় বসবাস করে তারা সাধারণত পাহাড়েই চাষাবাদ ও বসবাসেই ন্যস্ত থাকে। ত্রিপুরা পাড়ায় যারা থাকে তারা বাঙালীদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলার পাশাপাশি ভাল বাংলা বলারও চেষ্টা করেন। শুধু তাই নয়, গত জুলাই মাসে সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় অপুষ্টির কারণে শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে। সরকার বর্তমানে তাদের স্বাস্থ্যসেবা ক্লিনিক খুলে দিয়েছে। ফলে এখন আর কোন স্বাস্থ্যঝুঁকি নেই।
×