ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আমতলীতে ৫ বছর পড়ে আছে অপারেশন থিয়েটার

প্রকাশিত: ০৬:০৬, ৭ সেপ্টেম্বর ২০১৭

আমতলীতে ৫ বছর পড়ে আছে অপারেশন থিয়েটার

নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার কোন কাজে আসছে না। বিশেষজ্ঞ সার্জন না থাকায় অপারেশন থিয়েটারের মেশিন অকেজো ও যন্ত্রপাতি মরীচা ধরে নষ্ট হতে চলছে। ছয়টি বিষয়ে সার্জনের পদ থাকলেও সবকটি পদ শূন্য। গত পাঁচ বছর ধরে অপারেশন থিয়েটারে কোন অপারেশন না হওয়ায় কক্ষগুলো অযতœ অবহেলায় পড়ে আছে। জানা গেছে, ২০১২ সালে ৫০ শয্যা বিশিষ্ট চারতালা আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শেষে হয়। চার তালার তিন তালাজুড়ে অপারেশন থিয়েটার।অপারেশন থিয়েটারের ভিতরে কিছু মেশিন ও যন্ত্রপাতি রক্ষিত আছে। কিন্তু ওই মেশিন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কেউ নেই। স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থপেটিক্স, জেনারেল, ইএনটি, চোখ, স্ত্রীরোগ ও এনেসথেটিস্ট বিশেষজ্ঞ সার্জনের ৬টি পদ থাকলেও গত ৫ বছর ধরে পদশূন্য।অপারেশন থিয়েটারে যে মেশিন ও যন্ত্রপাতি রয়েছে তা দিয়ে সিজার, নরমাল প্রসব, এপেটিক্স, হার্নিয়া ও বিভিন্ন ধরনের অর্থপেটিক্স অপারেশন করা যায়। কিন্তু থিয়েটারে কোন অপারেশন না করায় মেশিন অকোজা ও যন্ত্রপাতিগুলো মরীচা ধরে যাচ্ছে। অপারেশনের কক্ষগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।আমতলী স্বাস্থ্য প্রশাসক ডাঃ মোঃ আবদুল মতিন অপারেশন থিয়েটার অযতœ ও অবহেলার কথা অস্বীকার করে বলেন অপারেশন থিয়েটারে মেশিন ও যন্ত্রপাতি আছে কিন্তু কোন বিশেষজ্ঞ চিকিৎসক নেই। চিকিৎসক না থাকায় গত পাঁচ বছর ধরে অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে।
×