ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে চার ঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৫:০০, ৬ সেপ্টেম্বর ২০১৭

আত্রাইয়ে চার ঘর ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ সেপ্টেম্বর ॥ মঙ্গলবার সকালে আত্রাই উপজেলার জয়সাড়া উত্তরপাড়া গ্রামে অগ্নিকা-ের ঘটনায় চারটি বসতঘর পুড়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়সাড়া উত্তরপাড়া গ্রামের আক্কাস খাঁর ঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। সঙ্গে সঙ্গে তারা আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই পুড়ে যায় আক্কাস খাঁ ও হবিবর রহমান খাঁর (হবি মিস্ত্রী) বাড়ির মোট চারটি ঘর। ৪৯৭ বাড়ি আলোকিত নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৫ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার চরউভুতি গ্রামের ৪৯৭ পরিবারের বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ দিয়ে আলোকিত করা হয়েছে। সদর উপজেলার চরউভুতির চকবাজারে সোমবার রাত ৯টার দিকে নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধনী উপলক্ষে স্থানীয় ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা পল্লীবিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান কবির। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পল্লীবিদ্যুত সমিতির এজিএম রিয়াজ কাইয়ুম, আব্দুল হালিম মাস্টার প্রমুখ।
×