ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শেয়ার বিক্রি করবে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা

প্রকাশিত: ০৪:৫০, ৬ সেপ্টেম্বর ২০১৭

শেয়ার বিক্রি করবে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার বিক্রি করবেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোঃ নুরুল ইসলাম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। মোঃ নুরুল ইসলাম স্ট্যান্ডার্ড ব্যাংকের ধারণকৃত এক কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৪৬৬টি শেয়ারের মধ্যে ৯ লাখ বা ৫.৬৮ শতাংশ শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে তিনি এ শেয়ার বিক্রি করবেন। এদিকে ব্যাংকটিতে মোঃ নুরুল ইসলামের ২.০০ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে, যা ৯ লাখ শেয়ার বিক্রির পর কমে ১.৮৯ শতাংশ হবে। উল্লেখ্য, মঙ্গলবার লেনদেন শেষে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারদর দাঁড়িয়েছে ১৪.৬০ টাকায়। -অর্থনৈতিক রিপোর্টার এ্যাপেক্স ট্যানারির স্পট মার্কেটের লেনদেন শুরু পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ট্যানারির শেয়ার রেকর্ড ডেটের আগে বুধবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী রবিবার। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কেটে কোম্পানি দুটির শেয়ার লেনদেন হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×